টেলিজগতের একজন চর্চিত অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha)। জি বাংলা জনপ্রিয় কৃষ্ণকলি ধারাবাহিক এর মাধ্যমে অভিনয়ের জগতে যাত্রা শুরু করেছিলেন এই অভিনেত্রী। বেশ কম দিনেই দর্শকদের কাছের মানুষ হয়ে উঠেছেন তিনি। তার অভিনয় নজর কেড়েছে একাধিক দর্শকদের। মিঠাই ধারাবাহিকে ‘পিঙ্কিজি’-র চরিত্রে অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেন তিনি। শুধু ছোট পর্দায় নয় বড় পর্দাতেও অভিনয়ের জাদু দেখিয়েছেন তিনি। গত ২০২৪ সালে ‘নার্ভ’ ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি।
অনন্যা গুহ, যিনি বর্তমানে “মিত্তির বাড়ি” ধারাবাহিকের একজন জনপ্রিয় চরিত্র, সম্প্রতি শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন। এটি জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক, যা পারিবারিক সম্পর্ক এবং নানা জটিলতার উপর ভিত্তি করে নির্মিত। অনন্যা এই শোতে একজন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এবং তার চরিত্রটি শোটির কাহিনীতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শুটিং চলাকালীন, একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে অনন্যা গুহ দুর্ঘটনাবশত গুরুতর আঘাত পান। সূত্র মতে, তিনি ফ্লোরে পড়ে গিয়ে তার পা ও কোমরে চোট পান। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন যে, তার শরীরের কিছু অংশে ফ্র্যাকচার হয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অনন্য আর বিশেষ বন্ধু তাকে ধরে ধরে নিয়ে আসছেন। তিনি মাটিতে পা ফেলতে পারছেন না। ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে ভালোমতোই জখম হয়েছেন তিনি। তবে গুরুতর কিছু হয়নি বলেই জানা গেছে। কানাঘুষো জানা গেছে সামনেই তাঁর বিয়ের কথা চলছে।
আরও পড়ুনঃ “আমরা যে সময় অভিনয় করেছি সেই সময় অনেক প্রগ্রেসিভ কন্টেন্ট ছিল” এখনকার কনটেন্টে সেই জোর নেই! বাংলা সিরিয়ালের গল্প দেখে বিরক্তি প্রকাশ অনন্যার!
এই দুর্ঘটনার পর, অনন্যার পরিবারের সদস্যরা এবং সহকর্মীরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। অভিনেত্রীটির উপস্থিতি ধারাবাহিকে খুবই গুরুত্বপূর্ণ, তবে তার সুস্থতার জন্য শুটিং কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছে। অনন্যা নিজেও প্রয়োজনে সুস্থ হয়ে ফিরে আসার আশাবাদী। অনন্যার এই দুর্ঘটনার পর, শো-টির দর্শকরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন এবং ধারাবাহিকের পরবর্তী পর্বগুলির জন্য অপেক্ষা করছেন।