জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অসময়ে আগমন মা দুগ্গার! দৈবিক শক্তিকে নিয়ে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক! কার বদলে জায়গা নেবে জি বাংলার ‘দুগ্গা মণি ও বাঘ মামা’?

অসময়ে হচ্ছে মা দুগ্গার আগমন! চারিদিকে বাজছে ঢাকের বাদ্দি! একটা ছোট্টো বাচ্চা মেয়ে করছে মায়ের চক্ষুদান! খানিক এইরকমই দৃশ্য ধরা পরল জি বাংলার (Zee Bangla) আসন্ন ধারাবাহিকে। বছরের প্রায় প্রথম থেকেই তাঁদের এক এক করে নতুন প্রজেক্ট দর্শকদের সামনে নিয়ে আসছে।

ইতিমধ্যেই নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার’-এর প্রমো দেখে ফেলেছে বাংলার দর্শকেরা। কিন্তু, জিতু-দিতিপ্রিয়া অভিনীত এই ধারাবাহিক কবে থেকে শুরু হচ্ছে এখনো তারা জানা যায়নি। আবার, এরই মধ্যে নতুন আরেকটি সিরিয়ালের প্রমো এসে হাজির হয়েছে ধারাবাহিক প্রেমীদের কাছে। সিরিয়ালের নাম ‘দুগ্গামনি ও বাঘ মামা’।

এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মানালি দে ও রাধিকা কর্মকারকে। এছাড়াও, পার্শ্ব চরিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রাহুল দেব বসু এবং কন্যাকুমারী মুখার্জিকে। তবে এই সিরিয়াল কোন সময় কবে থেকে দেখতে পাওয়া যাবে তা এখনো বিস্তারিতভাবে কিছুই জানা যায়নি।

বর্তমানে এই ধারাবাহিকের প্রমো বেশ নজর কেড়েছে দর্শকদের। একটি বাচ্চা মেয়ের মধ্যে মা দুর্গার দৈবিক শক্তির প্রভাব এবং তা দিয়ে মানুষের অন্তরের ভাবনাকে জেনে যাওয়া নিয়ে মূলত তৈরী এই গল্প। প্রসঙ্গত বলা যায়, মুখ্য চরিত্রের বাচ্চাটিকে প্রথম দেখা যায় জি বাংলারই ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকে। আর অভিনেত্রী মালিকে শেষ দেখা গেছে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে।

অন্যদিকে আবার জি বাংলার একাধিক স্লট খালি হওয়ার কথা জানা গেছে। ৬টা এবং সাড়ে ৯টার স্লট খালি হচ্ছে তা নিশ্চিত। টেলিপাড়ায় জোর চর্চা এই দুটি সময়ের মধ্যে যে কোনো একটি সময় আসছে ‘দুগ্গা মনি ও বাঘ মামা’। খুব সম্ভবত, মার্চ মাসের গোড়ার দিকে আসতে চলেছে দুগ্গামনির গল্প। এখন দেখার বিষয় একটাই, ‘দুগ্গা মনি ও বাঘ মামা’র গল্প কতটা মন জয় করতে পারে দর্শকদের?

Piya Chanda