জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)।এই ধারাবাহিক প্রথম থেকেই চর্চার কেন্দ্রে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রী আরাত্রিকা মাইতির অসাধারণ অভিনয় নজর কেড়েছে সবার। ধারাবাহিকের এবার দেখা যাবে, পরিচয় গোপন করেও নিস্তার পেলনা রাই। অনির্বাণের সঙ্গে বিয়ের দিন মৃত্যুর মুখোমুখি সে।
ধারাবাহিকের গল্প অনুসারে, নিজের বিয়ের দিন মেজ বোন রাইয়ের সঙ্গে নিজের প্রেমিকের বিয়ে দিয়ে বাড়ির বড় মেয়ের দায়িত্ব পালন করে রাই। কিন্তু শৌর্য্যের সঙ্গে নীলুর সম্পর্ক স্থায়িত্ব পায়নি। অত্যাধিক লোভের কারণে জীবন তছনছ হয়েছে নীলাঞ্জনার। তবে নীলুর ধারণা, তাঁর দিদির জন্যই তাঁর জীবনটা তছনছ হয়েছে।
তাই সর্বদাই নিজের দিদির প্রতি প্রতিশোধ পরায়ণ সে। ধারাবাহিকের আগের এপিসোডে দেখা যায়, অনির্বাণের সঙ্গে ডিভোর্স হওয়ার পর রাই যখন ঠিক করে নতুন চাকরি নিয়ে কালিম্পং চলে যাবে, ঠিক তখনই রাইকে কিডন্যাপ করায় নীলু এবং কোয়েল। মৃত্যুর মুখ থেকে কোনক্রমে বেঁচে ফেরে রাই। নতুন একটি বাড়িতে নতুন পরিচয়ে থাকতে শুরু করে।
রাইয়ের নবজীবনের নাম হয় অনামিকা। কিন্তু ভাগ্য ফের রাইয়ের সঙ্গে অনির্বাণকে মিলিয়ে দেয়। নিজের পরিবারের কাছে ফিরে যায় রাই। নীলুকে সে আর বিশ্বাস করে না। নিজের বোন যে তাঁকে মেরে ফেলতে পারে সেটা কল্পনাও করতে পারেনা রাই। অনেক মান অভিমানের পর অবশেষে মধুরেন সমাপয়েৎ। অনির্বাণের সঙ্গে আবার বিয়ে হবে রাইয়ের।
আরও পড়ুনঃ সুবান অতীত! সোহেলে প্রেমে মজে তিয়াশা, বিয়ের পিঁড়িতে কবে বসছেন?
ইতিমধ্যে জি বাংলা প্রকাশ করেছে নতুন প্রোমো যেখানে দেখা যাচ্ছে, রাই ও অনির্বাণের বিয়ের দিন বাড়িতে ভয়ংকর অগ্নিকাণ্ডের মুখোমুখি রাই। আগুন থেকে ছুটে পালিয়ে আসছে সে, চিৎকার করছে প্রাণপণে। রাইকে ওই অবস্থায় রেখে তাঁর দাদা ও অনির্বাণ প্রচন্ড ভয় পেয়ে যায়। তাহলে কি আবার মৃত্যুর মুখোমুখি হবে রাই? কে ধরালো আগুন? উত্তর মিলবে ধারাবাহিকের পর্বে।