অভিনয় জগতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী আছেন, যারা অভিনয় করার পাশাপাশি একে ওপরের বন্ধু তারপর সেই বন্ধুত্ব থেকে প্রেমে পড়েছেন। তেমনই একজন অভিনেত্রী তিয়াশা লেপচা এবং অভিনেতা সোহেল দত্ত। তাঁদের বন্ধুত্ব দীর্ঘ দিনের। সেই বন্ধুত্বই ধীরে ধীরে রূপ নিয়েছিল প্রেমে। টেলিভিশনের জনপ্রিয় মুখ তিয়াশা দর্শকদের মনে আজও ‘কৃষ্ণকলি’ হিসাবে জনপ্রিয়, যদিও এখন তিনি ‘রোশনাই’ চরিত্রে অভিনয় করছেন। অন্য দিকে, ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত সোহেল দত্ত, যিনি বর্তমানে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে কাজ করছেন।
২০২৩ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেও কিছু মাসের মধ্যেই মনোমালিন্য দেখা দেয়। সমাজমাধ্যমে সেই আভাসও দিয়েছিলেন তিয়াশা। তবে প্রেমদিবসের আগে তাঁদের পুনর্মিলন ঘটেছে। দীর্ঘ বিচ্ছেদের পর বুঝতে পেরেছেন, একে অপরের ছাড়া থাকা সম্ভব নয়। তিয়াশার মতে, সোহেলই একমাত্র ব্যক্তি, যিনি তাঁকে সবচেয়ে ভালো বোঝেন এবং যত্ন নেন।

তিয়াশা অকপটে স্বীকার করেছেন, তাঁদের বিচ্ছেদের পেছনে মূলত তাঁর একরোখা মনোভাবই দায়ী। সোহেল সব সময় সঠিক পথ দেখানোর চেষ্টা করতেন, কিন্তু তিয়াশা তা মেনে নিতে চাইতেন না। এখন তিনি উপলব্ধি করেছেন, সোহেলের সিদ্ধান্ত এবং পরামর্শকে গুরুত্ব দেওয়া উচিত। তিয়াশার মতে, কিছু মানুষ, যাঁদের তিনি বন্ধু ভেবেছিলেন, আসলে তাঁদের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছিলেন।
তবে প্রেমে আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিচ্ছেন তাঁরা। ‘আই লভ ইউ’ বলা বা প্রতিদিন প্রেম প্রকাশ্যে আনার প্রয়োজনীয়তা মনে করেন না দু’জনেই। বরং একে অপরের জীবনের সমস্ত খুঁটিনাটি ভাগ করে নেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তিয়াশার মতে, মনোমালিন্যের পর কাছাকাছি আসাটা তাঁদের জন্য খুব জরুরি ছিল। যদিও এই মুহূর্তে বিয়ের পরিকল্পনা নেই, সে সিদ্ধান্ত পরিবারকেই নিতে দিয়েছেন।
আরও পড়ুনঃ দুঃসংবাদ! আরও এক জনপ্রিয় মেগা শেষ হতে চলেছে! কবে দেখা যাবে শেষ পর্ব?
তিয়াশার অবশ্য এক বিশেষ ইচ্ছে রয়েছে। তিনি চান, বিয়ের আগে অন্তত একবার সোহেলের সঙ্গে একটি ধারাবাহিকে কাজ করতে। মজা করে বলেছেন, সোহেল মনে করেন, এটি আসলে তাঁকে নজরে রাখার কৌশল। বাস্তববাদী হলেও তাঁদের সম্পর্ক এখন আরও দৃঢ়, এবং তাঁরা পরস্পরের সঙ্গ উপভোগ করতে চান।