জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

লাগল কেমন? তমালের বিয়েতে ঝামেলা পাকাতে এসে ফুলকির হাতে সপাটে থাপ্পড় খেলো ঈশিতা! কী হতে চলেছে ‘ফুলকি’র আগামী পর্বে?

রুদ্র, ফুলকি, ঈশিতা কিংবা রোহিত এতদিনে জি বাংলার ফুলকি’ (Phulki) ধারাবাহিকের দর্শকদের কাছে এই নামগুলি অত্যন্ত পরিচিত হয়ে উঠেছে। এক কথায় বলা যায় ফুলকি রোহিত ধারাবাহিক প্রেমীদের ঘরের লোক হয়ে উঠেছে।

এই সিরিয়ালের গল্পের রায় চৌধুরী পরিবার অনেক ঝড়ঝাপটা বেরোনোর পর বর্তমানে দেখেছে সুখের মুখ। রোহিত-ফুলকির সংসারে লেগেছে বিয়ে। তবে, তমাল এবং ঝিনুকের বিয়েতেও দেখা যায় কিছু অশুভ লক্ষণ।

Phulki Zee Bangla Serial, Zee Bangla, Bengali Serial, New Promo, Upcoming Episode, Devyani Mondal, Abhishek Bose, Sudip Sarkar, Rudrarup Sanyal, ফুলকি সিরিয়াল, দেব্যানী মণ্ডল, অভিষেক বসু, সুদীপ সরকার, রুদ্ররূপ সান্যাল, নতুন পর্ব

কিন্তু সেই সব অশুভ লক্ষণকে খুব একটা মনে জায়গা দেয় না রায়চৌধুরী বাড়ির সদস্যরা। এদিকে, তোমাদের থেকে বিবাহ বিচ্ছেদ নিয়ে ঈশিতার আশ্রয় হয়েছে রুদ্রর বাড়ি। বাড়িতে রুদ্র না থাকলেও তাঁর বোন ঈশিতাকে ক্রমাগত মদত দিয়ে যাচ্ছে কিভাবে আবারো ঢুকতে পারা যায় রায় চৌধুরী বাড়িতে।

ইতিমধ্যেই, ফুলকি ধারাবাহিকে দেখা গেছে বিয়ের নানান আচরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে রোহিতদের বাড়িতে। আর এমন সময়তেই পুনরায় বধূবেশে তমাল-এর জীবনে এন্ট্রি নেওয়ার ফন্দি কাটছে ঈশিতা।

জি বাংলার চ্যানেল কর্তৃপক্ষ থেকে সত্য প্রকাশ প্রাপ্ত প্রমোতে দেখা যাচ্ছে ঈশিতার ষড়যন্ত্রকে ভেস্তে দিচ্ছে ফুলকি। প্রমোতে দেখা যাচ্ছে, বিয়ের মন্ডপে কনে সেজে গলায় বোম্ব লাগিয়ে এসেছে ঈশিতা। আর সেই সময় বাড়ি ভর্তি লোকের সামনে ঈশিতাকে ফুলকি সপাটে চড় মারছে। এই দেখে রীতিমতো অবাক রোহিত। তবে, কি ফুলকির এই চড় খেয়ে নিজেকে শোধরাবে ঈশিতা নাকি আরও তীব্র প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠবে সে?

Piya Chanda