টেলিভিশনের পর্দায় বহুদিন ধরেই অনুপস্থিত তিনি। অথচ তাঁর অভিনয়ের ছাপ আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। সংলাপে নয়, তাঁর চোখের ভাষা দিয়েই গল্প বলতেন যিনি—সেই ‘অনন্যা চট্টোপাধ্যায়’ (Ananya Chatterjee) এর নাম আজও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় বাংলা বিনোদন জগতে। বেশ কিছুদিন হয়ে গিয়েছে তাকে দেখা যায়নি টেলিভিশনের পর্দায়।
‘সুবর্ণলতা’ কিংবা ‘জয়কালী কলকাত্তাওয়ালি’-র মতো ধারাবাহিকে তাঁর অনবদ্য উপস্থিতি আজও দর্শকমনে তাজা। সময়ের সঙ্গে পালটে গেল অনেক কিছু, অনেক নতুন মুখ এসেছে ছোটপর্দায়, কিন্তু অনন্যার অভিনয় আজও অমলিন। এক সময় যিনি ছিলেন দর্শকদের প্রিয় ‘বাড়ির মেয়ে’, তাঁর অনুপস্থিতি তাই দর্শকদের মনেও তৈরি করেছিল একখানা শূন্যতা।

তবে এখন সেই শূন্যতা যেন আবার নতুন করে ভরাট হতে চলেছে। অনেকদিন পরে সেই চেনা মুখ, সেই পরিচিত অভিব্যক্তি আবার ফিরছে ছোটপর্দায়। বহু অনুরাগী যাঁরা সমাজ মাধ্যমে প্রায়ই অনন্যার ফিরে আসা নিয়ে প্রশ্ন তুলতেন, তাঁদের অপেক্ষার অবসান হতে চলেছে।
তবে এবার আর কোনও ধারাবাহিকে নয়, বিশেষ এক অনুষ্ঠানে তাঁকে দেখা যাবে। পয়লা বৈশাখের বিশেষ পর্বে ‘জি বাংলার রান্নাঘর’-এ অতিথি হিসেবে হাজির থাকবেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। বহু জনপ্রিয় ছোটপর্দার মুখের সঙ্গে এই বিশেষ পর্বে থাকবেন তিনিও, আর তাঁকে দেখেই উচ্ছ্বসিত অনুরাগীরা।
আরও পড়ুনঃ ভাঙবে আকাশ-শুভর বিয়ে? চিঠির খামে লুকিয়ে আছে মোহনা-আদৃতের ছবি! তবে কি আকাশ এবং শুভর বিয়ের আগেই সমস্ত সত্যি সামনে আসতে চলেছে?
অনুষ্ঠানের এক ঝলক ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। দর্শকরা বলছেন, “এই হাসিটাকেই এতদিন মিস করছিলাম!” অনন্যার এই কামব্যাক নিঃসন্দেহে পয়লা বৈশাখের বিশেষ দিনের উপহার হতে চলেছে ভক্তদের জন্য। কী রান্না করলেন আর অভিনয় ফিরে আসা নিয়ে কি বললেন? জানতে অবশ্যই চোখ রাখতে হবে ‘জি বাংলার রান্নাঘর’-এ!