স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) দিনের পর দিন দর্শকদের মন জয় করে চলেছে। আদৃত, মোহনা এবং শুভকে এবং আকাশকে কেন্দ্র করে আবর্তিত এই কাহিনিতে রোমান্স, টানটান উত্তেজনা এবং রহস্য সবই একসঙ্গে জড়িয়ে রয়েছে। শুরুতে এক সাধারণ মেয়ের জীবনে ঘটে যাওয়া চমকপ্রদ ঘটনা ধীরে ধীরে তাকে নিয়ে আসে এক জটিল সম্পর্কে। আর এই সম্পর্কের মাঝেই চলছে পর্বের পর পর্ব নাটকীয় মোড়। সম্প্রতি গল্প এগিয়ে চলেছে শুভ-আকাশের বিয়ে নিয়ে।
গৃহপ্রবেশ আজকের পর্ব ১৪ই এপ্রিল (Grihoprobesh today episode 14 april)
আজকের পর্বের শুরুতেই দেখা যাবে বাড়ির সকলে ব্যস্ত শুভ এবং আকাশের বিয়ের আনন্দে। সকালের নিয়মিত রীতি-নীতি মেনে সকলে প্রস্তুত বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য। ঠিক সেই সময়ই বাড়িতে হাজির হয় শুভর বন্ধু, যে আগে আদৃত এবং মোহনাকে একসঙ্গে দেখে তাদের ছবি তোলে। সেই ছবি একটি খামে ভরে চিঠির বাক্সে রেখে দেয় সে, কোনও পরিচয় না দিয়েই।

গায়ে হলুদের মাঝে দাদু চিঠির বাক্স থেকে সব চিঠি সংগ্রহ করে। কিন্তু দাদু কোনও চিঠি খোলেন না। ফলে সেই গুরুত্বপূর্ণ ছবিও তাঁর নজর এড়িয়ে যায়। পরে ওই চিঠির খাম শুভর ঘরে রেখে দেওয়া হয়। এইখানেই বাড়ে উত্তেজনা—কারণ দাদুর সামান্য অসতর্কতা পুরো সত্যটা জানার সুযোগ থেকে শুভকে বঞ্চিত করে।
অন্যদিকে মোহনাকে ফোন করে আয়ান জানায়, সে তার অতীত জীবন সম্পর্কে চিকিৎসকের থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে এবং তাড়াতাড়ি নদীয়াতে এসে মোহনাকে সব বলবে। মোহনা উত্তরে তাকে তাড়াতাড়ি আসতে বলে। এই মুহূর্তে দর্শকদের মনে প্রশ্ন—ঠিক কী তথ্য পেয়েছে আয়ান? সেটা কি মোহনাকে বাঁচাতে সাহায্য করবে নাকি আবারও এক নতুন জট তৈরি করবে?
আরও পড়ুনঃ তৃতীয়বার হয়েছে বিবাহবিচ্ছেদ! এবার জনপ্রিয় পরিচালকের সঙ্গে অবৈধ প্রেমে জড়ালেন শ্রাবন্তী? কে সেই বিশেষ পুরুষ?
বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। সেবন্তী শুভকে বলে তার মেয়েকে আজ কতটা সুন্দর দেখাচ্ছে। এই সময় শুভর ঘরে সেই চিঠি পৌঁছায়, কিন্তু সেবন্তী বলে বিয়ের সময় এসব না দেখে পরে দেখা হোক। ফলে শুভর হাতে থাকা সত্ত্বেও মোহনা ও আদৃতের ছবি সে দেখতে পায় না। অপরদিকে, আদৃত অর্থাৎ আয়ান কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রশ্ন একটাই—বিয়ের আগে কি সে পৌঁছাতে পারবে? সত্যি কি ফাঁস হবে? উত্তরের অপেক্ষায় দর্শকরা।