তৃতীয়বার আইনি বিচ্ছেদের সিলমোহর পড়ল ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Srabanti Chatterjee) এর জীবনে। রোশন সিংয়ের (Roshan Singh) সঙ্গে দীর্ঘদিন আলাদা থাকার পর অবশেষে আদালত তাঁদের সম্পর্কের পরিণতি টেনে দিল। বহু টানাপোড়েন, মামলা-মোকদ্দমার পরে অবশেষে শেষ হল এই অধ্যায়। এর আগে পরিচালক রাজীব বিশ্বাস ও মডেল কৃষাণ ভিরাজের সঙ্গেও বিবাহসূত্রে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। প্রতিবারই সম্পর্ক শেষ হয়েছে তিক্ততায়, এবারও তার ব্যতিক্রম হল না।
একদিকে প্রাক্তন স্বামী খোরপোশের মামলা টেনে আনছেন, অন্যদিকে শ্রাবন্তী নিজের মতো করে এগিয়ে চলেছেন, যেন অতীতের সব চক্র ছিন্ন করে নতুন কোনো মোড়ে। আর এই নতুন মোড়েই দেখা গেল তাঁকে এক পরিচালক-অভিনেতার খোলামেলা সাহচর্যে। ‘আমার বস’ ছবির সদ্য মুক্তিপ্রাপ্ত গানে যেভাবে পর্দায় ধরা দিলেন শ্রাবন্তী ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তাতে অনেকেরই কপালে চিন্তার ভাঁজ! সাহসী দৃশ্য, অন্তরঙ্গ মুহূর্ত, প্রেমের কবিতা—সব মিলিয়ে যেন বাস্তব-অবাস্তবের সীমানা মুছে যাচ্ছে।
‘মালাচন্দন’ গানটি শুরুতেই যেন একটা চেনা কাঁপন তৈরি করে। নেপথ্যে অনুপম রায়ের সুর, আর ক্যামেরার সামনে গায়ে হাত বোলানো ভালোবাসা। কিন্তু নেটদুনিয়ার আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে শ্রাবন্তীর খোলা পিঠে পরিচালকের হাতে লেখা প্রেমের কবিতা—জয় গোস্বামীর লাইন গুলি যেন বাস্তব জীবনের অমোঘ বার্তা হয়ে উঠেছে। এইসব দৃশ্য শুধু রিল লাইফেই কি সীমাবদ্ধ? শিবপ্রসাদ মুখোপাধ্যায় বরাবরই প্রেমের দৃশ্যে নিজেকে একটু গুটিয়ে রাখেন। কিন্তু এবার?
শ্রাবন্তীর পাশে যেন তাঁর অভিনয় খোলসে ফুঁসে উঠেছে অন্য এক আবেগ। নন্দিতা রায়ের সহযোগিতায় পরিচালনার ভারেও তিনি, আবার প্রেমিক চরিত্রেও পূর্ণ আত্মবিশ্বাসে। বাস্তব জীবনে একাধিক সম্পর্কে শ্রাবন্তীর নাম জড়িয়েছে আগেও। কিন্তু তৃতীয় ডিভোর্সের পর হঠাৎ করেই এমন উষ্ণতায় ভরা অন্তরঙ্গ মুহূর্ত, তাও এক পরিচালকের সঙ্গে—তাতে ‘অবৈধ প্রেম’ শব্দবন্ধটাই যেন নতুন করে চর্চায় উঠে এসেছে।
‘আমার বস’ ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রাখী গুলজার ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়, মা-ছেলের সম্পর্কের গল্প বলবে সিনেমা। তবে পাশাপাশি থাকবে প্রেম, আকর্ষণ ও অনুভবের জটিল মনস্তত্ত্ব। শ্রাবন্তী ছাড়াও রয়েছেন কাঞ্চন মল্লিক, সৌরসেনী মৈত্র, শ্রুতি দাস, আভেরি সিংহ রায়, গৌরব চট্টোপাধ্যায় সহ একগুচ্ছ তারকা। কিন্তু এই মুহূর্তে সমাজ মাধ্যমে ‘টক অব দ্য টাউন’ হয়ে দাঁড়িয়েছে শ্রাবন্তীর খোলা পিঠে প্রেমের কবিতা, আর সেই সাহসী মুহূর্তে পরিচালকের উপস্থিতি।
আরও পড়ুনঃশুধু হিন্দু নয়, মুসলমান সমাজের কথাও এবার বলবে জি বাংলা! ধর্মের নামে ভেদাভেদ নয়, এবার একসঙ্গে দুই সমাজের গল্প পর্দায়! আসছে নতুন ধারাবাহিক!
৯ মে মুক্তি পাচ্ছে উইন্ডোজ প্রযোজিত ‘আমার বস’। তবে তার আগেই যে ছবির গান এবং একঝলক প্রেম-দৃশ্য এমন বিতর্কের ঝড় তুলেছে, তাতে বোঝাই যাচ্ছে—এই ছবি শুধু বিনোদন নয়, আলোচনা, সমালোচনা আর গসিপের ভাণ্ডার হয়েই টলিউডে নিজের ছাপ ফেলতে চলেছে। আর তাতে শ্রাবন্তী আর পরিচালক শিবপ্রসাদের ‘অবৈধ প্রেম’—চর্চার কেন্দ্রে থাকবে আরও বহুদিন।