জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শুধু হিন্দু নয়, মুসলমান সমাজের কথাও এবার বলবে জি বাংলা! ধর্মের নামে ভেদাভেদ নয়, এবার একসঙ্গে দুই সমাজের গল্প পর্দায়! আসছে নতুন ধারাবাহিক!

ধারাবাহিকের জগতে এবার এক অভিনব পদক্ষেপ নিল জি বাংলা। ধর্মীয় বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এক নতুন ধারাবাহিক। যেখানে প্রেম, বিশ্বাস এবং সমাজের ট্যাবু একসঙ্গে জড়িয়ে পড়বে এক অদ্ভুত গল্পে। এই ধারাবাহিকে প্রথমবার দেখা যাবে মূল চরিত্রে এক মুসলিম নারী যার ভাবনা, মন এবং যুক্তিবোধ বারবার প্রশ্ন তোলে নিজের ধর্মীয় কাঠামোতেও। আর ঠিক সেখানেই গল্প গড়ে ওঠে ভালোবাসা এবং প্রতিবাদের আশ্চর্য এক বন্ধনে।

বর্তমান সমাজে যখন ধর্ম নিয়ে বিভাজন চলছে, তখন এই গল্প এক শান্তির বার্তা বয়ে আনবে। এখানে হিন্দু-মুসলিম প্রেম যেমন আছে, তেমনি আছে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় প্রতিবন্ধকতা। তবে জি বাংলা কেবল প্রেম দেখাবে না, দেখাবে সম্মান এবং মূল্যবোধের সংঘর্ষও। মুসলিম চরিত্রদের ধর্মীয় পরম্পরা এবং অন্তর্দ্বন্দ্বকে যত্ন নিয়ে তুলে ধরা হয়েছে, যা সাধারণত বাংলা ধারাবাহিকে অনুপস্থিত। কাহিনির কেন্দ্রে রয়েছে জারা, এক সাহসী ও শিক্ষিত মুসলিম মেয়ে, যে ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী, কিন্তু অন্ধ নয়।

সে যখন মুখোমুখি হয় নিজের জীবনের বিপরীতমুখী ভাবনার—যেমন তিন তালাক ইস্যু, ধর্মীয় নিপীড়ন এবং নারী স্বাধীনতা—তখনই শুরু হয় এক চরম আত্মসংঘাত। এই ধারাবাহিক কেবল প্রেমের নয়, সমাজে মেয়েদের অবস্থান ও আত্মপরিচয়ের এক রূঢ় বাস্তবকে তুলে ধরবে।
প্রোমোতেই স্পষ্ট, এই ধারাবাহিকে নজর কাড়বে পোশাক ও সেট ডিজাইন। পুরনো নবাবী আমেজ, হিজাব-আবরণ, এবং কোর্ট রুম ড্রামা—সবই মিলিয়ে এই সিরিয়ালটি আলাদা মাত্রা পাবে।

যাঁরা ‘ইতিহাস’, ‘ধর্ম’, ও ‘মেয়েদের অধিকারে’র মতো বিষয়ে আগ্রহী, তাঁদের জন্য এই ধারাবাহিকটি হতে চলেছে এক আবেগময় যাত্রা। বাংলা ধারাবাহিকে যেখানে বারবার হিন্দু পরিবারের গল্প দেখানো হয়, সেখানে মুসলিম সমাজের এক বাস্তবসম্মত গল্পের আবির্ভাব যেন নতুন দিগন্তের সূচনা। প্রেম, প্রতিবাদ, আর ধর্মীয় বিশ্বাসের দ্বন্দ্বে গড়ে ওঠা এই কাহিনি শুধু বিনোদন নয়, এক সামাজিক বার্তাও বয়ে আনবে।

তবে এটি কোনো নতুন ধারাবাহিক নয়, বরং হিন্দি ‘ইশক সুবহান আল্লাহ’ সিরিয়ালের ডাবিং। এটি এক সময়ের সাড়া ফেলে দেওয়া জি টিভির ধারাবাহিক। ২০১৮ সালের ১৪ জুন এই ধারাবাহিক সম্প্রচারের শুরুতে দর্শকমহলে নিজের জায়গা করে নিয়েছিল। এবার বাংলার ধর্ম নিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে জি বাংলার এই বিশেষ সিদ্ধান্ত কি প্রভাব ফেলবে তা নিঃসন্দেহে সময় বলবে, আগামী ২১ এপ্রিল থেকে প্রতি সোম থেকে শনি, দুপুর ৩:৩০টায়—জি বাংলার পর্দায়!

Piya Chanda