জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“তুই আবার ফিরেছিস, বিষ ছড়াতে? এবার আমি আছি—রায়ান আর এক কদমও যাবে না!” জি বাংলার ‘পরিণীতা’য় আজ নতুন লড়াই, নতুন চ্যালেঞ্জের মুখোমুখি পারুল!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র (Parineeta) বসু বাড়িতে ফের একবার ঝড় তুলতে হাজির শিরীন! রায়ানের মুক্তির পর যখন সবাই আশা করছিল নতুন এক শুরু হবে, তখনই শয়তানের মতো ছায়া হয়ে ফিরে এল শিরীন। চোখে জল, মুখে আবেদন—কিন্তু তার কথায় লুকিয়ে থাকা ফাঁদ কি এবারও বুঝবে না রায়ান?

রায়ানের মুক্তি মিলেছে ঠিকই, কিন্তু এখনও মুক্ত নয় সে শিরীনের ছায়া থেকে। আজকের প্রোমোতে দেখা গেল, বসু বাড়িতে আবার ফিরে এসেছে শিরীন! মুখে মিষ্টি কথা, চোখে পুরনো অভিমান—“কি না কি একটা ভুল বোঝাবুঝি হলো, যেই না পারুল এসে তোকে বের করলো ওমনি তুই সব ছেড়ে, আমায় ছেড়ে চলে এলি?

Parineeta, Zee Bangla, Uday Pratap Singh, Ishani Chatterjee, Surabhi Mallick, Parul, Rayan, Shireen, Murder Twist, DK, New Promo, পরিণীতা, জি বাংলা, উদয় প্রতাপ সিংহ, ঈশানী চ্যাটার্জী, সুরভি মল্লিক, শিরীন, খুনের মোড়, নতুন প্রোমো

চল এক্ষুনি আমার সাথে”—এই বলে রায়ানের হাত ধরতেই… সামনে এসে দাঁড়াল পারুল! চোখে আগুন, গলায় ঝাঁঝ—“বারবার তোর সঙ্গেই তো ওর ক্ষতি হয়েছে শিরীন! এখন আবার মন গলিয়ে ওকে টেনে নিতে এসেছিস?” পারুলের কণ্ঠে তখন এক সুরক্ষার দাবি, এক সত্যিকারের সঙ্গিনীর হুঁশিয়ারি।

আর রায়ান? চুপ করে শুনছে সবটা। রায়ানের মুখ দেখে স্পষ্ট তার মনের মধ্যে চলছে এক ঝড়, অনুশোচনার আগুনে জ্বলছে সে। পারুল তখন তাকিয়ে বলে—“যার জন্য আজ তুই জেলার ভাত খেয়ে ফিরলি, তার হাত ধরতে চাইছিস? এবার আমাকে ঠিক করতে দে, তোর কোনটা সত্যি—ভুল সম্পর্ক, না সত্যিকারের ভালোবাসা!”

এ কোন দোলাচল রায়ানের মনে? আবার কি শিরীনের ছলনায় ফেঁসে যাবে সে? নাকি পারুলের ভালোবাসা আর সাহস জিতবে আজ? উত্তর মিলবে আজ রাত ৮টায়, জি বাংলার পর্দায় ‘পরিণীতা’-র আজকের পর্বতে! এই পরিণতি, এই আবেগ, এই লড়াই—মিস করলেই মিস করবেন সবটা!

Piya Chanda