জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রেমিকা কামাল করেছেন, কিন্তু টালিউডে নেই ডাক তাঁর, ওড়িয়া ইন্ডাস্ট্রিতে কেরিয়ার বাঁচানোর লড়াইয়ে নামলেন বনি!

টালিউডে (Tollywood) হাতে কাজ কমছে, সেটা আজ আর নতুন কোনও কথা নয়। বহু অভিনেতা-অভিনেত্রীই কাজের খোঁজে অন্য ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকছেন। কেউ দক্ষিণী ছবিতে চেষ্টা করছেন, কেউ বা বলিউডের দিকেও নজর রাখছেন। তবে এই তালিকায় এবার নাম জুড়ল টালিউডের পরিচিত মুখ বনি সেনগুপ্তর। বাংলা ছবির একসময়ের চর্চিত এই নায়ক হঠাৎ ওড়িয়া ছবিতে দেখা যাবে—এ খবর রীতিমতো কৌতূহল বাড়াচ্ছে দর্শকদের মধ্যে।

শুধু দর্শক নয়, ইন্ডাস্ট্রির অভ্যন্তরেও এই সিদ্ধান্ত ঘিরে উঠছে নানা প্রশ্ন। টালিউডে কি আর কাজ পাচ্ছেন না বনি? না কি নতুনত্বের খোঁজেই এই পদক্ষেপ? তবে এটা পরিষ্কার যে বাংলায় হাতে বিশেষ কাজ নেই অভিনেতার। ফলে নিজের কেরিয়ার চালিয়ে নিয়ে যেতে নতুন ভাষা ও নতুন ইন্ডাস্ট্রিতে পা রাখতে বাধ্য হচ্ছেন তিনি।

Bonny Sengupta

অবশেষে জানা গেল, বনি সেনগুপ্ত অভিনয় করছেন একটি ওড়িয়া ছবিতে যার নাম ‘আজিরা রেবতী’। ছবির পরিচালক শুভ্রাংশু দাস, আর কাহিনি নেওয়া হয়েছে পুরী শহরের খ্যাতনামা গীতিকার বদ্রি মিশ্রর একটি ছোটগল্প থেকে। ছবির কেন্দ্রীয় বিষয় নারী শিক্ষা এবং নারী ক্ষমতায়ন, যা সমাজের একটি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক দিককে তুলে ধরছে। অভিনেত্রী হিসেবে বনি সেনগুপ্তর বিপরীতে থাকছেন ওড়িয়া অভিনেত্রী শীতল পাত্র।

এই ছবিতে বনি অভিনয় করছেন এক গুরু-র চরিত্রে, নাম ‘সুবোধ’। চরিত্রটি তার কাছে খুবই তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছেন অভিনেতা নিজেই। এক সপ্তাহ আগে হাতে চিত্রনাট্য পাওয়ার পর মাত্র কয়েকদিনের প্রস্তুতিতেই কাজ শুরু করতে হয় তাকে। ওড়িয়া ভাষা না জানার সমস্যায় পড়লেও সেটে ছিলেন একজন অনুবাদক, আর পরিচালকও সব সময় পাশে থেকেছেন। চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতেই নাকি সব চেষ্টাই করেছেন তিনি।

১১ এপ্রিল ওড়িশায় মুক্তি পেয়েছে এই ছবি। তবে এবার দেখার, বাংলা ছবির জনপ্রিয় নায়ক ওড়িয়া ইন্ডাস্ট্রির দর্শকদের মন জয় করতে পারেন কি না। নতুন ভাষা, নতুন সংস্কৃতি, তবু পুরনো সেই একটাই লক্ষ্য—দর্শকের ভালবাসা অর্জন করা। এখন অপেক্ষা, ‘আজিরা রেবতী’ কতটা জনপ্রিয়তা পায়, আর বাংলা ছেড়ে বনি সেনগুপ্তর এই নতুন যাত্রা কতটা সফল হয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page