জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পারুলকে জড়িয়ে রায়ান চাইলো ক্ষমা! ভালোবাসার বন্ধনে ফিরে এলো রায়ান, এবার লড়াই তার জন্য! — শিরীন হেরে গেল,পারুলের কাঁধে নতুন দায়িত্ব!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta)-তে একের পর এক ঘটনার ঘূর্ণিতে দিশেহারা বসু পরিবার। যেখানে প্রতিশোধ আর মিথ্যে আবেগের খেলায় শিরীন আর রায়ান তৈরি করেছিল এক ভুল সম্পর্ক, সেখানে আজ প্রমাণ হল—ভালোবাসা মানে শুধু আবেগ নয়, দায়িত্বও! আজকের প্রোমোতে দেখা গেল, পারুলকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে রায়ান—চোখে তার অপরাধবোধ আর অনুশোচনার অশ্রু।

পরিণীতা, parineeta, জি বাংলা, zee Bangla, tollywood

তবে এই আবেগের মুহূর্তের আগেই রয়েছে এক অন্ধকার অধ্যায়। যেই ফ্ল্যাটে রায়ান আর শিরীন ‘লিভ-ইন’ করতে গিয়েছিল, সেইখানেই ঘটে যায় চাঞ্চল্যকর এক খুন। তুর্যের চক্রতে খুন হয় প্রতিবেশী, প্রতিবেশী ডিকে-র মৃত্যুতে পুলিশ এসে গ্রেফতার করে রায়ানকে। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট—শুধু সম্পর্ক নয়, এবার প্রশ্ন রায়ানের ভবিষ্যৎ নিয়ে। সবাই যখন মুখ ফিরিয়ে নিচ্ছে।

তখন পারুল ঘোষণা করে—২৪ ঘণ্টার মধ্যেই সে প্রমাণ করবে রায়ান নির্দোষ। আজকের প্রোমোতে পারুলের মুখে দৃঢ় সিদ্ধান্তের ভাষা—“আমি বিশ্বাস করি, রায়ান এটা করতে পারে না। ওকে নির্দোষ প্রমাণ করা আমার দায়িত্ব ছিল সেটা আমি পালন করেছি!” চোখে আত্মবিশ্বাস, মুখে দৃঢ়তা, পারুল এবার শুধুই প্রেমিকা নয়—সে একজন যোদ্ধা, এক সত্যিকারের ‘পরিণীতা’। রায়ানের আলিঙ্গন থেকে নিজেকে সরিয়ে নিয়ে যখন সে এগিয়ে যায় নতুন লড়াইয়ে।

তখন বসু বাড়ির দাদু তাঁকে থামিয়ে বলেন—“তুই একা নোস, আমরা তোদের পাশে আছি।” এই মুহূর্তে প্রশ্ন একটাই—পারুল কি পারবে রায়ানকে বাঁচাতে? কে এই খুনের আসল দোষী? আর শিরীন? সে কি সত্যিই সরল, নাকি ঘটনার পেছনে আছে তারই ছায়া? উত্তরের অপেক্ষায় গোটা বসু পরিবার। জানতে চোখ রাখুন আজ রাত ৮টায়, শুধুমাত্র জি বাংলার পর্দায়—‘পরিণীতা’য়!

Piya Chanda

                 

You cannot copy content of this page