জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) প্রথম থেকেই দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে অভিনব গল্প এবং চরিত্রদের আবেগঘন উপস্থাপনার মাধ্যমে। পারুল ও রায়ানের টানাপোড়েন, ভালোবাসা ও দ্বন্দ্ব নিয়ে এগিয়ে চলা এই ধারাবাহিক গত কয়েকদিন ধরে আরও উত্তেজনার মোড় নিচ্ছে। একের পর এক চমকপ্রদ ঘটনা, রহস্য উন্মোচন এবং পারুলের সাহসী পদক্ষেপ দর্শকদের একেবারে টিভির পর্দায় আটকে রাখছে।
গত পর্বে দেখা গিয়েছে পারুল যেভাবেই হোক রায়ানকে বাঁচাতে চায়। পুলিশের পাহারা থাকা সত্ত্বেও সে খুনের ঘটনার স্থান পর্যন্ত পৌঁছে যায় পাইপ বেয়ে ঘরের পেছন দিক থেকে। সেই জায়গায় সারারাত কাটিয়ে পারুল সকালবেলা খেয়াল করে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার—ডিকে-র ঘরে থাকা দুটি ঘড়ির সময় এক নয়। পুলিশের কথা অনুযায়ী ডিকে মারা গিয়েছে ১২টা থেকে ৩টার মধ্যে, অথচ ঘড়ির সময় মিলছে না। এখান থেকেই পারুল বুঝতে পারে খুনের সময় নিয়ে কিছু অসঙ্গতি রয়েছে এবং সে একটি প্রমাণের হদিস পায় যা রায়ানকে নির্দোষ প্রমাণ করতে পারে।

রায়ানকে কোর্টে তোলার আগেই পারুল সেই প্রমাণ নিয়ে পুলিশের কাছে পৌঁছাতে চায়, কিন্তু তাকে পাহারা দেওয়া পুলিশ তার পেছনে ধাওয়া করে। সেই সময় পারুল ধাক্কা খায় এমন এক পুলিশের গাড়ির সঙ্গে যেটিতে রায়ানকেও নিয়ে যাওয়া হচ্ছিল। পারুল তৎক্ষণাৎ পুলিশ অফিসারদের পুরো ঘটনাটি বোঝায় এবং অনুরোধ করে তাকে খুনের ঘটনাস্থলে নিয়ে যেতে। পারুল জানায়, সেই স্থানে গেলে সে প্রমাণ করে দিতে পারবে রায়ান খুন করেনি।
পরিণীতা আজকের পর্ব ১৩ এপ্রিল (parineeta today episode 13 april)
আজকের পর্বে শুরুতেই দেখা যাবে পুলিশ পারুলের কথা শুনে তাকে ঘটনাস্থলে নিয়ে যাবে এবং সেখানেই পারুল তার সমস্ত যুক্তি এবং প্রমাণ পেশ করে রায়ানকে নির্দোষ প্রমাণ করে দেবে। এই ঘটনা দেখে পুলিশের পক্ষ থেকেও রায়ানকে ছেড়ে দেওয়া হবে। এরপরেই আবেগঘন দৃশ্যে রায়ান পারুলকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানাবে। পারুল রায়ানের মাকে বলবে, “আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিলাম।”
আরও পড়ুনঃ মগজাস্ত্রের পরীক্ষায় পাশ করল একরত্তি ‘স্টারকিড’! সব প্রশ্নের সঠিক জবাব দিল রাজ-শুভশ্রী পুত্র ইউভান! ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটবাসী
সব কিছু শেষ করে পারুল যখন চলে যেতে চাইছিল, ঠিক তখনই রায়ানের দাদু তাকে দাঁড়াতে বলেন। এখন প্রশ্ন উঠেছে, দাদু কি পারুলকে এবার নিজের বাড়িতে জায়গা দেবেন? রায়ান আর পারুলের দীর্ঘদিনের দ্বন্দ্ব কি এবার মিটে যাবে? নাকি আবারও নতুন কোনও চমক অপেক্ষা করছে? এই উত্তর মিলবে আগামী পর্বগুলিতে। তবে আজকের পর্ব যে আবেগ, রহস্য এবং সম্পর্কের গভীরতায় ভরপুর, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ‘পরিণীতা’ তার দর্শকদের আরও একবার বেঁধে রাখতে সফল হচ্ছে।