জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মগজাস্ত্রের পরীক্ষায় পাশ করল একরত্তি ‘স্টারকিড’! সব প্রশ্নের সঠিক জবাব দিল রাজ-শুভশ্রী পুত্র ইউভান! ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটবাসী

রাজ-শুভশ্রী, টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় দম্পতি। কিন্তু ইদানিংকালে এই তারকাদের জনপ্রিয়তার থেকেও সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁদের সন্তানদের বহু গুনে বেশী। কথা হচ্ছে ইউভান ও ইয়ালিনী’র। মাঝে মাঝে অভিনেত্রী কিংবা পরিচালককে দেখা যায় তাঁদের সন্তানদের ভিডিও শেয়ার করতে।

তবে, তারকা দম্পতির এই দুই সন্তান ‘স্টারকিড’ হলেও তাঁরা কোনো অংশে কমতি রাখতে নারাজ খুঁদেদের বড়ো করে তুলতে। শত ব্যস্ততার মাঝেও বিশেষ করে শুভশ্রী সময় দেয় দুই একরত্তিদের। স্কুল থেকে শুরু করে পড়াশোনা, সবটাই নিজের হাতে সামলায় রাজ পত্নী।

সম্প্রতি, অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একটি ভিডিও নিয়ে বেশ আলোচনা চলছে নেটিজেনদের মধ্যে। ভিডিওতে দেখা যাচ্ছে খেলার ছলে শুভশ্রী ইউভানের নানা ধরনের প্রশ্ন করছে। আর, বছর চারেকের ইউভানও অবলীলায় তাঁর মায়ের প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিয়ে যাচ্ছে।

অভিনেত্রীর শেয়ার করা এই ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা। ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী তার ছেলেকে জিজ্ঞাসা করছে, গৃহপালিত পশু এবং বন্য পশুর মধ্যে পার্থক্য করতে। এরপর, শুভশ্রী একে একে জিব্রা থেকে শুরু করে বাঘ, বিড়াল, খরগোশ-এর নাম বলতে থাকে আর অন্যদিক থেকে ইউভানও বলতে থাকে কোন পশু গৃহপালিত আর কোন পশু বন্য।

শুভশ্রী এর আগেও বিভিন্ন ইন্টারভিউ এর মাধ্যমে তিনি বলেছেন সন্তানদের বড়ো করে তোলাতে কোনো খামতি রাখতে চান না। এমনকি, খুঁদে ইয়ালিনীকেও এখন থেকেই নিয়ম শৃঙ্খলার মধ্যেই বড় করে তুলছেন অভিনেত্রী।

Piya Chanda

                 

You cannot copy content of this page