জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জবর খবর! মিঠাই-এর পর ফের ছোটপর্দায় কামব্যাক ‘তোর্সা’র! এবার কি তবে নায়িকা চরিত্রে?

টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ তন্বী লাহা রায়। অভিনয়ের দক্ষতায় ইতিমধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তার অভিনীত ধারাবাহিকগুলোর মধ্যে ‘তুমি রবে নীরবে’, ‘বেনে বউ’ এবং ‘টেক্কা রাজা বাদশা’ বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে জি বাংলার সুপারহিট ধারাবাহিক ‘মিঠাই’, যেখানে তিনি তোর্সা চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। এই চরিত্রের হাত ধরেই তার কেরিয়ারে এক বিশাল পরিবর্তন আসে, এবং রাতারাতি তিনি হয়ে ওঠেন পরিচিত নাম।

তবে ‘মিঠাই’ শেষ হওয়ার পর থেকেই ছোট পর্দায় দেখা যায়নি তন্বীকে। তার অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে আবার তিনি ধারাবাহিকে ফিরবেন। যদিও অভিনয়ের মঞ্চ থেকে কিছুদিনের জন্য দূরে ছিলেন, তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তন্বী। ইনস্টাগ্রাম ও ফেসবুকে তার পোস্টগুলোর মাধ্যমে অনুরাগীরা নিয়মিত তার আপডেট পেয়ে থাকেন।

অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে! দীর্ঘ বিরতির পর ফের ছোট পর্দায় ফিরছেন তন্বী লাহা রায়। তবে কোনো ধারাবাহিক নয়, এবার তিনি উপস্থিত হচ্ছেন জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এ। সান বাংলার এই শো-তে তন্বীর সঙ্গে থাকবেন আরও কয়েকজন টেলিভিশন তারকা। দর্শকদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ এক চমক হতে চলেছে।

তন্বীর প্রত্যাবর্তন নিয়ে ভক্তরা বেশ উচ্ছ্বসিত। উল্লেখ্য, পাকাপাকিভাবে আবার ছোটপর্দায় তাকে দেখতে চায় সকলে। মিঠাই এর পর এই শো তে তন্বীকে দেখে সেই পুরোনো দিনেই ফিরে গেলো দর্শক। তাঁর নমনীয় স্বভাব বরাবরই মানুষকে আকর্ষিত করে।

এই বিশেষ পর্বটি সম্প্রচারিত হবে সান বাংলার পর্দায়। যারা মিস করছেন ছোটপর্দার প্রিয় তোর্সাকে, তাদের জন্য এটি দারুণ সুযোগ হতে পারে তাকে আবার স্ক্রিনে দেখার। যদিও এখনো নতুন কোনো ধারাবাহিক নিয়ে ঘোষণা আসেনি, তবে অনুরাগীরা আশাবাদী, খুব শিগগিরই তন্বী আবার কোনো সিরিয়ালে অভিনয় করবেন।

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।