২০২৪ সালের ১০ ডিসেম্বর বিয়ে করেন টেলি পাড়ার জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী, আদিত্য চৌধুরী এবং পূর্বাশা রায়। বিয়ের পর মাত্র কিছুদিন পেরোতেই সুখবর দিলেন অভিনেত্রী পূর্বাশা রায়। তবে কি এরই মধ্যে পরিবারে নতুন সদস্যের আগমনের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী?
বিয়ের পরপরই নতুন সদস্যের খবর দেওয়া নতুন কিছু নয়। বলিউড থেকে টলিউড। বহু ক্ষেত্রেই তারকারা সন্তান আসার পরে বিয়ের পিঁড়িতে বসেছেন। তার সাম্প্রতিক উদাহরণ অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। অক্টোবরে বিয়ের পর জানুয়ারীতেই মা হয়েছেন তিনি। তবে কি এবার তেমনই কিছু হতে চলেছে পূর্বাশার সঙ্গে?
না সন্তানের সুখবর নয় বরং তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে পর্দাতে। বিয়ের পর অভিনেত্রী পূর্বাশা রায় আবারও পর্দায় ফিরছেন। তবে, প্রধান সারির চ্যানেল নয়, বরং আকাশ আটের এক নতুন ধারাবাহিকে ফিরছেন তিনি। পূর্বাশা রায়ের পর্দায় ফিরে আসার জন্য তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তবে এই ফিরতি শোটি হবে একেবারেই সাহিত্য নির্ভর।
আকাশ আটে আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক, যা অচিন্ত্যকুমার সেনগুপ্তের ‘প্রথম কদম ফুল’ গল্পের ওপর ভিত্তি করে তৈরি হবে। যদিও এখনও ধারাবাহিকটির নাম প্রকাশ করা হয়নি, তবে শিগগিরই এর প্রোমো পর্দায় দেখা যাবে। এই ধারাবাহিকে ‘বিনতা’ চরিত্রে অভিনয় করবেন পূর্বাশা রায়।
তবে, এই প্রথমবার পর্দায় ফিরতে, পূর্বাশা রায় নিজেও বেশ খুশি। বিয়ের পর তার জীবনের নতুন দিক, নতুন দায়িত্বের সঙ্গে এই কাজটি তার কাছে একটি বিশেষ অনুভূতি এনে দিয়েছে। তার নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে, দর্শকদের জন্য নতুন এক মন্ত্রমুগ্ধকর চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি।
আরও পড়ুনঃ ফুলকির পর রোহিত ফাঁসলো শালিনীর জালে! উঠলো শ্লীলতাহানীর অভিযোগ! ফুলকিতে কি হতে চলেছে আগামী দিনে?
এমন এক সময় তার ক্যারিয়ারের নতুন দিক শুরু হচ্ছে, যখন তিনি জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটি উপভোগ করছেন। অভিনয় দুনিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পূর্বাশা রায় তার ভক্তদের মন জয় করেছেন এবং নতুন ধারাবাহিকে তার চরিত্রের মাধ্যমে দর্শকরা আবারও তার অভিনয় দক্ষতার সাক্ষী হতে চলেছেন।