জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পরশুরামের দাপটে পিছিয়ে জগদ্ধাত্রী-পরিণীতা! টিআরপি লিস্টে কে কোন স্থান দখল করলো এই সপ্তাহে?

রাতের খাওয়া সেরে পরিবারের সঙ্গে বসে পড়া টেলিভিশনের সামনে—এ যেন বহু বাঙালির অভ্যেস। নিত্যদিনের ক্লান্তি দূর করতে বা একটু বিনোদনের স্বাদ পেতে এই ধারাবাহিকগুলোর জুড়ি মেলা ভার। পরিণয়, পরিবার, সম্পর্কের টানাপোড়েন, সামাজিক বার্তা—সব কিছু মিলিয়ে এই সিরিয়ালগুলিই হয়ে উঠেছে অনেকের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।

সপ্তাহ ঘুরলেই বদলে যায় পছন্দের সিরিয়ালের স্থান। দর্শক কতটা যুক্ত হচ্ছেন গল্পের সঙ্গে, সেই অনুযায়ীই ওঠানামা করে টিআরপি রেটিং। কেউ চমক দিয়ে এগিয়ে যায়, তো কেউ পিছিয়ে পড়ে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে। এক সপ্তাহ ভালো ফল করলেই নিশ্চিন্ত থাকা যায় না। কারণ পরের সপ্তাহেই প্রতিপক্ষ পাল্টে দিতে পারে পুরো হিসেব।

এই সপ্তাহেও সেই জমজমাট লড়াইয়ে এগিয়ে ‘পরশুরাম’। ৭.৫ রেটিং নিয়ে তালিকার শীর্ষে রয়েছে এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘জগদ্ধাত্রী’ ৬.৯ পয়েন্ট নিয়ে। খুব কাছাকাছি আছে ‘পরিণীতা’, যার রেটিং ৬.৮। দর্শকদের আবেগ আর কৌতূহল ধরে রেখেছে এই তিনটি সিরিয়ালই। চতুর্থ স্থানে রয়েছে ‘ফুলকি’ ৬.৫ রেটিং নিয়ে। অন্যদিকে, পঞ্চম স্থানে আছে ‘গৃহপ্রবেশ’ ৬.০ রেটিং পেয়ে।

এবার দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ টিআরপি তালিকা (TRP List):

👑 1st •• পরশুরাম – ৭.৫
2nd •• জগদ্ধাত্রী – ৬.৯
3rd •• পরিণীতা – ৬.৮
4th •• ফুলকি – ৬.৫
5th •• গৃহপ্রবেশ – ৬.০

Piya Chanda

                 

You cannot copy content of this page