জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টিআরপি তালিকায় তুফান! পরিণীতাকে সরিয়ে শীর্ষ দৌড়ে রাঙামতি ও পরশুরাম, নামতে নামতে তলানিতে ‘কথার’

দিনের শেষে যখন সারাদিনের হেঁশেল, অফিস আর নিত্য ব্যস্ততার পর একটু জিরোনোর পালা আসে, তখন বহু ঘরে একটাই অভ্যাস চোখে পড়ে—টিভির সামনে বসা। রিমোট হাতে নিয়ে প্রিয় সিরিয়ালের অপেক্ষায় থাকেন বহু মানুষ। ছোটপর্দার গল্পগুলো যেন শুধুই বিনোদনের উপকরণ নয়, বরং আবেগ আর মানসিক শান্তিরও এক বড় উৎস হয়ে উঠেছে। গৃহবধূ থেকে শুরু করে কর্মজীবী সকলেই এখন সিরিয়ালের মাধ্যমে জীবনের গল্প খুঁজে পান।

ধারাবাহিকের গল্পে অনেক সময় উঠে আসে আমাদের চারপাশের ঘটনা। কোনওটা নারীর আত্মসংঘর্ষ, কোনওটা পারিবারিক বন্ধনের গল্প—এসব গল্প অনেকেই নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারেন। বিশেষ করে মেয়েদের কাছে এই সিরিয়ালগুলো যেন মনের অবলম্বন। সেখানেই মেলে একটু আনন্দ, একটু হেসে ওঠার মুহূর্ত, আবার কখনও চুপিচুপি চোখ ভেজানোরও অবকাশ।

এখনকার ধারাবাহিক জগতে জমজমাট প্রতিযোগিতা। কে কতটা দর্শক ধরে রাখতে পারছে, কার গল্প কতটা জনপ্রিয়—এসবই বোঝা যায় TRP তালিকা থেকে। সপ্তাহের নির্দিষ্ট দিনে এই তালিকা প্রকাশ পেতেই চ্যানেল হাউজগুলোর মধ্যে শুরু হয় হিসাবনিকাশ। প্রতিদিন নতুন চমক, মোড় ঘোরানো গল্প আর আকর্ষণীয় চরিত্র এনে দর্শক টেনে রাখার চেষ্টা চলে। এই প্রতিযোগিতাই ধারাবাহিকগুলিকে করে তোলে আরও আকর্ষণীয়।

১৭ এপ্রিল, বৃহস্পতিবারের টিআরপি তালিকায় দেখা গেল জি বাংলা-র ‘জগদ্ধাত্রী’ এবং স্টার জলসা-র ‘ফুলকি’ যুগ্মভাবে শীর্ষে রয়েছে—দু’টোর রেটিংই ৭.০। দ্বিতীয় স্থানে ‘পরিণীতা’ ৬.৯ রেটিং নিয়ে। তার পরেই ‘রাঙামতি’ ৫.৯ এবং ‘পরশুরাম’ ৫.৮ রেটিং নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে। পঞ্চম স্থানে যুগ্মভাবে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘গীতা এলএলবি’, যাদের রেটিং ৫.৫।

চলুন এবার দেখে নিই এই সপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকাটি এক নজরে
(TRP full list for 17th April 2025)

Top5Fictions | ১৭ এপ্রিল, বৃহস্পতিবার | 15+ Urban M+F

১. ‘জগদ্ধাত্রী’ এবং ‘ফুলকি’ – 7.0
২. ‘পরিণীতা’ – 6.9
৩. ‘রাঙামতি’ – 5.9
৪. ‘পরশুরাম’ – 5.8
৫. ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘গীতা এলএলবি’ – 5.5

Trending:

‘মহাসঙ্গমের ৫ দিন’ – 5.1

‘গৃহপ্রবেশ + চিরসখা’ – 5.1

এই তালিকা থেকেই স্পষ্ট, দর্শক কাদের পাশে রেখেছেন আর কারা একটু পিছিয়ে পড়ছে। ‘রাঙামতি’ আর ‘পরশুরাম’ যেভাবে টক্কর দিচ্ছে, তা চমকপ্রদ। অন্যদিকে, ‘কথার’ মতো ধারাবাহিকের অবস্থা তুলনামূলক করুণ। আগামী সপ্তাহে আবার নতুন লড়াই, নতুন চমক—দর্শকের চোখ এখন সেইদিকেই।

Piya Chanda