প্রতি সপ্তাহের মতো বৃহস্পতিবার আসলেই বাঙালি সিরিয়ালের দর্শকদের মন উত্তেজনায় টগবগ করে ফুটতে থাকে যে কী হবে আর কী হবে না। কারণ এই দিনেই পরীক্ষার ফলাফল আসে। এই পরীক্ষা কোনো ক্লাসের নয়, এটা হলো সিরিয়ালের অগ্নিপরীক্ষা। এই পরীক্ষায় পাশ বা ফেল করার প্রভাব পড়ে সিরিয়াল ইন্ডাস্ট্রিজুড়ে। যদিও এখানে সেই অর্থে পাশ ফেল নেই তবে এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া বুঝিয়ে দেয় এই টিআরপি ফলাফল।
প্রতি সপ্তাহের মতো আজ বেরিয়ে গেলো এই সপ্তাহের ফল। জি বাংলা আর স্টার জলসা কেউ কাউকে এক চুল জায়গা দেবে না এটা আর বলার অপেক্ষা রাখে না। তবে এবারের ফল আরো বেশি বুঝিয়ে দিচ্ছে যে প্রতিযোগিতা বাড়ছে। তাই টিকে থাকার লড়াই বাড়ছে। কেউ কারুর থেকে পিছিয়ে নেই সেট বোঝাতে ধামকা পর্ব, মহাপর্ব, টুইস্ট সব আসছে সব সিরিয়ালেই। দর্শক কোনোটাকে গ্রহণ করতে না পারলে সেই সিরিয়ালের কপাল পুড়ে যায় এটাও বলাই বাহুল্য এখন।
সোজা আসা যাক আজকের ফলাফলে। এবারের এই সপ্তাহের ফল দেখে চক্ষু ছানাবড়া দর্শকদের। এতগুলো সপ্তাহে যারা প্রথম বা দ্বিতীয় হয়ে এসেছে তারা কেউ নেই তালিকায়। অনুরাগের ছোঁয়া আর জগদ্ধাত্রীকে হারিয়ে প্রথম হয়েছে জি বাংলার গৌরী এলো। বোঝাই যাচ্ছে এটা সম্পূর্ণ ওলোট পালোট করা টিআরপি। তার উপর আবার ট্রেন্ডিং ফলাফলেও রদবদল। মিঠাই আগের সপ্তাহেও জায়গা ধরে রাখতে পারেনি, এই সপ্তাহেও পারলো না। শেষের দিকে এসে কিনারা করতে পারছে না জি বাংলার এই গর্ব যে গত ৫৬ বার টপার হয়েছে। বদলে নতুন এসে রামপ্রসাদ বারবার স্লট কেড়ে নিচ্ছে। ফলে মানুষ এবার আধ্যাত্মিক গল্পের দিকে বেশি ঝুঁকছে এটা প্রমাণিত।
এক নজরে দেখে নিন এই সপ্তাহের বাংলার সেরা ৫:
১ম •• গৌরী এলো ৬.৯
২য় •• অনুরাগের ছোঁয়া ৬.৭
৩য় •• জগদ্ধাত্রী ৬.৬
৪র্থ •• নিম ফুলের মধু ৬.০
৫ম •• রাঙা বউ ৫.৬
Trending ••
রামপ্রসাদ – ৩.৩
মিঠাই – ২.৬
ইচ্ছে পুতুল – ৩.৫
মুকুট – ৩.২