Bangla Serial

সন্ধ্যা-মাঠানের গল্প স্লটহারা, টিআরপি তলানিতে জনপ্রিয় সিরিয়ালের! শিমুল আর শাশুড়ি করল বাজিমাত, ফুলকি কোথায়?

প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এলেই বাংলা সিরিয়ালের দর্শকদের বুক ধুকপুকানি বেড়ে যায়। কেন জানেন? কারণ এই দিনেই তাদের পছন্দের সিরিয়ালগুলির ফলাফল নির্ধারণ হয়ে যায়। কোন সিরিয়াল কোন জায়গায় আছে, দর্শক কতটা তাকে গ্রহণ করছে এবং কতজন সেটা গ্রহণ করছে না সেই সমস্ত ফলাফল টিআরপি তালিকার মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে যায়।

আজ সপ্তাহের সেই বিশেষ দিন বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে। হিন্দি সিরিয়াল হোক বা বাংলা সিরিয়াল, একটা বিশেষ দিন থাকে এই তালিকা প্রকাশ করার এবং দর্শক অপেক্ষা করতে পারে না যে কখন তাদের পছন্দের সিরিয়ালকে সেরা পাঁচে দেখবে।

টপ ৫ তালিকা 

এই সপ্তাহে কে সেরা পাঁচে রয়েছে এবং কে ফসকে গেল একটুর জন্য সমস্ত তালিকা চলে এসেছে হাতে। প্রথম থেকে পঞ্চম তালিকায় আগের সপ্তাহের মতোই একই স্থান ধরে রেখেছে সিরিয়ালগুলি। অনুরাগের ছোঁয়া বরাবর অপরাজিত। তারপর জগদ্ধাত্রী এবং ফুলকির মধ্যে কিছুদিন ধরে একটা লড়াই চলছিল তবে এখন কয়েক সপ্তাহ ধরে জগদ্ধাত্রী নিজের দ্বিতীয় স্থান ধরে রেখেছে এবং ফুলকি রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে রাঙা বউ এবং নিম ফুলের মধু।

স্লট হিসেবে বিশ্লেষণ

তবে স্লট হিসেবে বিশ্লেষণ করতে গেলে কিছু কিছু পরিবর্তন এসেছে যেগুলো বলা উচিত। সন্ধ্যাতারা এবং ফুলকি দুটোই নতুন শুরু হয়েছে তবে ফুলকির বয়স একটু বেশি আর তার জনপ্রিয়তাও যে বেশি সেটা প্রমাণ করে দিচ্ছে টিআরপি তালিকা। এদিকে তুঁতে জগদ্ধাত্রী সিরিয়ালের কাছে পরাজিত। অন্যদিকে শাশুড়ি-বৌমার কচকচানির গল্প কার কাছে কই মনের কথা জিতে গেছে নিখাদ প্রেমের গল্প কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের কাছে।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের বাংলার সেরা ৫:
১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৪
২য় •• জগদ্ধাত্রী ৮.৩
৩য় •• ফুলকি ৮.১
৪র্থ •• রাঙা বউ ৭.৭
৫ম •• নিম ফুলের মধু ৭.৩

[ TRENDING ]

কার কাছে কই – ৫.৬
কমলা ও শ্রীমান – ৪.২

Titli Bhattacharya