জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অভির বিরুদ্ধে পুলিশের কাছে ছুটল উমা,তাকে সাহায্য করল আলিয়া! উমাতে এসব কী হচ্ছে?

একেবারে পুলিশের জালে পড়লেন অভিনেতা নীল ভট্টাচার্য। অনস্ক্রিন বরের নাম পুলিশে অভিযোগ জানান উমা। আর এই কাজে উমাকে সাহায্য করেছেন আলিয়া। পড়েই চমকে উঠলেন তো?

পর্দায় আলিয়া-উমার চুলোচুলির কথা অজানা নয়। কিন্তু উমা আর অভিমন্যুর মধ্যে এমন কী ঘটল? আসলে আলিয়া ভালোবাসতো অভিমন্যুকে। অভিমুন্য বিয়ে করেছে উমাকে। তাই তাকে শায়েস্তা করতেই রোজ নতুন নতুন ফন্দি আঁটে আলিয়া।

উমাকে টেক্কা দিতে অভিমন্যুর ভাইকে বিয়ে করে বসেছে সে। অর্থাৎ বুঝতেই পারলেন এই যে পুলিশের কাছে অভিযোগ করেছে উমা তা একেবারেই মজার খাতিরে।

এদিকে বাস্তবে উমা আর আলিয়ার দারুণ বন্ধুত্ব। শ্যুটিং-এর ফাঁকে সময় কাটাতে কলাকুশলীরা হামেশাই রিল ভিডিয়ো বানান এবং সেগুলো আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি মিমি চক্রবর্তীর ‘মিনি’ ছবির গান ‘মন গাইছে বেসুরে’র সঙ্গে রিল ভিডিও বানাতে দেখা গেলো এই দুই নায়িকাকে। দেখা গেল সেলফি মুড অন করে ভিডিয়ো করছিল দুই নায়িকা, আর পিছন থেকে হেঁটে আসছিল নীল ও তাঁর ভাই। দুই সুন্দরীকে দেখে চোখ আটকে যায় তাঁদের। আর সঙ্গে সঙ্গে রেগে নীল আর শৌর্যকে টেনে পুলিশের কাছে নিয়ে যায় তারা। এবার ওঠবোস করতে হয় তাদের।

Piya Chanda

                 

You cannot copy content of this page