জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Dipanwita-Fulki: বাস্তবে কে এই ফুলকি নায়িকা? ‘খুকুমণি হোম ডেলিভারি’ খ্যাত দীপান্বিতার সঙ্গে কী সম্পর্ক রয়েছে ‘ফুলকি’র?

এখন রীতিমতো একে অপরের সঙ্গে জোর প্রতিযোগিতায় নেমেছে স্টার জলসা(Star Jalsha) ও জি বাংলা(Zee Bangla)। দু’টি চ্যানেলে নাগাড়ে এসে চলেছে একাধিক নতুন নতুন ধারাবাহিক। আসলে বাংলা টেলিভিশনের জন্মকাল থেকেই বাঙালি দর্শকদের বিনোদনের(Entertainment) অন্যতম মাধ্যম হল বাংলা ধারাবাহিক। আর তাই দর্শকদের মনোরঞ্জনে সদা তৎপর চ্যানেল।

বর্তমানে ট্রেন্ড অনুযায়ী টিআরপি তালিকায় ভালো কিছু করে দেখাতে না পারলে সরে যেতে হবে আপাতত এই প্রথাই চলছে টেলিভিশন জুড়ে। বাঙালির সিরিয়াল প্রেমের তালিকায় রয়েছে বিভিন্ন সব সিরিয়াল। তবে এখন এক একটি ধারাবাহিকের মেয়াদ খুব বেশি হলে ছয়-সাত মাস। ‘মিঠাই’, ‘গাঁটছড়া’র মতো কিছু ধারাবাহিক এক, দুই বছরের গন্ডি পেরিয়েছে। যদিও সম্প্রতি একাধিক চ্যানেলে বিভিন্ন সিরিয়াল বন্ধ হয়ে চালু হয়েছে একাধিক নতুন সিরিয়াল‌। কিন্তু তা সত্ত্বেও কোথাও গিয়ে বাঙালির সিরিয়াল প্রেমে খামতি আসেনি। জানা গেছে, জি বাংলায় শুরু হতে চলেছে দুটি নতুন ধারাবাহিক।

উল্লেখ্য, জি বাংলায় শুরু হতে চলেছে এক নতুন ধারাবাহিক ‘ফুলকি।’ সামনে এসেছে ‘ফুলকি’র ফার্স্ট লুক। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে নবাগতা অভিনেত্রী দিব্যানি মন্ডলকে। আর তাঁর বিপরীতে সোমরাজ মাইতি। মূলত বক্সিংকে কেন্দ্র করেই এই ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রোমো বলছে, এই গল্পের নায়িকা মেয়ে হয়ে বারবার বক্সিংয়ে টক্কর দেয় ছেলেদের। এই ধারাবাহিকের নায়কও একজন বক্সার। জানা গেছে, আসন্ন এই ধারাবাহিকে দেখানো হবে হাঁপানি রোগী হওয়া সত্ত্বেও বক্সিং করছে ফুলকি। আসলে ফুলকি ১০ হাজার টাকার জন্য অংশ নিয়েছে এলাকার বক্সিং কম্পিটিশনে। যাতে করে সেই টাকা দিয়ে সে মায়ের ডায়ালিসিস করাতে পারে। জানা গেছে, জি বাংলা প্রোডাকশন তৈরী করছে এই ধারাবাহিক।

ধারাবাহিকে এই প্রথম কাজ করলেও মডেল হিসেবে বেশ সুখ্যাতি রয়েছে অভিনেত্রী দিব্যানি মন্ডলের। সোমরাজ মাইতির সঙ্গে তার জুটি কতটা সফল হয় সেটা এখন সময়ই বলবে। আদতে মুর্শিদাবাদের মেয়ে দিব্যানি। প্রাথমিক স্তরের পড়াশোনা বহরমপুরে শেষ করে তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে আসেন। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও ছিল তাঁর সমান টান। আর তাই প্রথম থেকে কিছু মিউজিক ভিডিও ছোট টেলিফিল্মে অভিনয় করলেও এবার ধারাবাহিকের মুখ হয়ে আসতে চলেছেন দিব্যানি।

তবে এই ধারাবাহিকের প্রোমো সামনে আসার পর থেকে অনেকের‌ই বদ্ধমূল ধারণা হয়েছে যে দিব্যানি হলেন ‘খুকুমণি হোম ডেলিভারি’ খ্যাত অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের বোন! আসলে তাঁদের দু’জনের মুখের মধ্যেই ভীষণ রকমের মিল রয়েছে। কিন্তু একথা সত্য নয়। দীপান্বিতা এবং দিব্যানি দু’জন সম্পূর্ণ ভিন্ন। তাঁদের দু’জনের মধ্যে কোন‌ওরকম কোন‌ও সম্পর্ক নেই। এটা নেহাতই গুঞ্জন মাত্র।

Piya Chanda

                 

You cannot copy content of this page