জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Ei Poth Jodi Na Sesh Hoy: অন্বেষা হাজরার জয়জয়কার! এই পথ শেষ হতেই সোজা হিন্দি সিরিয়ালের নায়িকা! মিঠাই যা পারলো না তা করে দেখালো উর্মি

আমাদের বরাবর ঝোক থাকে, ভালোর থেকেও আরো ভালো কিছু করতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন পূরণ হলেও তারপর সেখানে নিজেকে সর্বোচ্চ শিখরে উঠিয়ে নিয়ে না যাওয়া পর্যন্ত শান্তি হয় না আমাদের। প্রতিটি কর্মক্ষেত্রে এমনটাই রয়েছে। প্রতিটি মানুষের মনে এমন স্বপ্ন থাকে।

এবার টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে আমাদের উর্মি। সবে মাত্র কিছুদিন হলো শেষ হয়েছে এই পথ যদি না শেষ হয়। সাত্যকি আর উর্মিকে একটা দিন হলেও মিস করে না এমন এই পথের ভক্ত খুঁজে পাওয়া যাবে না। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই দুজনের পর্দায় ফিরে আসার।

এর মধ্যেই উর্মির ভক্তদের জন্য এলো বিরাট খবর। এবার টলিউড পেরিয়ে হিন্দি চ্যানেলে অভিনেত্রী। নাম ‘চুন্নি পান্না’। না অন্বেষা হাজরা তাতে অভিনয় করবেন না। ২০১৯ সালে তৈরি হওয়া স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চুন্নি পান্না’র হিন্দি রিমেক আসছে।

ভূত ও বাড়ির বউয়ের ভৌতিক গল্প নিয়ে স্টার জলসায় ব্যাপক আলোড়ন ফেলেছিল এই সিরিয়াল। মুখ্য চরিত্র তাতে দেখা গিয়েছিল উর্মিকে। অন্বেষা হাজরা এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্ত ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। ঠিক তার তিন বছর পর আবার সেই পুরনো ধারাবাহিক ফিরতে চলেছে নতুনভাবে। থাকবে নতুন মুখ। তবে গল্পটা যদিও এক।

নতুন বছরে ১৭ ই জানুয়ারি থেকে সন্ধ্যে ৭.৩০ টায় স্টার ভারতে সম্প্রচারিত হবে এই নতুন সিরিয়াল। ‘চুন্নি পান্না’র প্রতিটি কলাকুশলীর জন্য এ এক অভাবনীয় সাফল্য।

Nira

                 

You cannot copy content of this page