জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী (Jagaddhatri) ‘-তে অভিনয় করা সায়ন্ত মোদক (Sayanta Modak) এখন দর্শকদের তীব্র ক্ষোভের মুখে। তার ব্যক্তিগত জীবনের বিতর্ক এখন এতটাই চরমে উঠেছে যে দর্শকরা সরাসরি দাবি তুলেছেন, এই অভিনেতাকে ধারাবাহিক থেকে বাদ দিতে হবে, না হলে তারা এই সিরিয়াল এবং প্রযোজনা সংস্থা ‘ব্লুজ’-কে বয়কট করবেন। সম্প্রতি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy) এবং মডেল কিরণ মজুমদার (Kiran Majumder) প্রকাশ্যে সায়ন্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো উত্তাল।
দেবচন্দ্রিমার অভিযোগ, সায়ন্ত সম্পর্কে থাকাকালীন তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন, সায়ন্ত একজন “টক্সিক” ব্যক্তি, যে সম্পর্ক টিকিয়ে রাখার নাটক করে এবং পরে ভুক্তভোগী সেজে নিজের দোষ ঢাকার চেষ্টা করে। একই ধরনের অভিযোগ তুলেছেন মডেল কিরণ মজুমদারও, যিনি জানিয়েছেন, সায়ন্ত তার ওপরও নির্যাতন চালিয়েছিলেন এবং সম্পর্ক ভাঙার পর নিজের ভালো ইমেজ বজায় রাখতে নানা নাটক করেছিলেন।

এই বিষয় সামনে আসতেই দর্শকদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। অনেকেই বলছেন, এমন একজন ব্যক্তিকে ছোট পর্দায় জায়গা দেওয়া উচিত নয়, যে বাস্তব জীবনে নারীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। জগদ্ধাত্রী সিরিয়ালের ফ্যান পেজ, বিভিন্ন ফেসবুক গ্রুপ ও টুইটারে ‘#RemoveSayantaFromJagaddhatri’ ট্রেন্ড শুরু হয়েছে। দর্শকদের বক্তব্য, “এত বড় অভিযোগ থাকা সত্ত্বেও কেন একজন ‘অভিযুক্ত’কে ধারাবাহিকে রাখা হচ্ছে? এমন ব্যক্তিকে পর্দায় দেখতে আমাদের লজ্জা লাগে!”
আরও পড়ুনঃ টিআরপি দৌড়ে বাজিমাত ‘পরিণীতা’! দ্বিতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’, দেখে নিন সেরা ৫-এর তালিকা
অনেকেই প্রযোজনা সংস্থা ‘ব্লুজ’ এবং চ্যানেল জি বাংলার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন, কেন তারা এখনও এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অনেকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন, যদি সায়ন্ত মোদককে বাদ না দেওয়া হয়, তাহলে তারা জগদ্ধাত্রী দেখা বন্ধ করে দেবেন এবং স্পন্সর ব্র্যান্ডগুলোর বিরুদ্ধেও প্রতিবাদ জানাবেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ‘বয়কট জগদ্ধাত্রী’ ট্রেন্ড শুরু হয়েছে, যা চ্যানেল ও প্রযোজনা সংস্থার জন্য বড় ধাক্কা হতে পারে।
এখন প্রশ্ন একটাই— জি বাংলা এবং ‘ব্লুজ’ কি দর্শকদের দাবি মেনে সায়ন্ত মোদককে সরিয়ে দেবে? নাকি দর্শকদের রাগ উপেক্ষা করেই তাকে রেখে দেবে? এই পরিস্থিতিতে কী হবে, তা জানতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে এটা স্পষ্ট, সায়ন্তের বিতর্কিত অতীত তাকে ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে বড় সমস্যার মুখে ফেলে দিচ্ছে।