জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Kon Gopone Mon Veseche : ‘শ্যামলীর মতো বাস্তবে আমিও ভেবলি!’ মন খোলা আড্ডায় শ্বেতা-রণজয়

প্রকাশ্যে এসেছে জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’-র (Kon Gopone Mon Veseche) প্রোমো (Promo)। জি বাংলার নিজস্ব প্রোডাকশনের (Zee Bangla Production) নতুন ধারাবাহিক এটি। রাত আটটা থেকে সম্প্রচা হবে এই ধারাবাহিক। স্টুডিও পাড়া সূত্রের খবর, সম্ভবত ‘নিম ফুলের মধু’-কে (Neem Fuler Madhu) ছয়টায় দিয়ে শেষ হচ্ছে ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিক।

এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় থাকছেন রণজয় বিষ্ণু ও শ্বেতা ভট্টাচার্য। ইতিপূর্বে,ছোট পর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘গুড্ডি’ ধারাবাহিকের অরুনের ভূমিকায়। কয়েকদিন আগেই শেষ হয়েছে জনপ্ৰিয় এই ধারাবাহিক। অন্যদিকে, শ্বেতাকে শেষ দেখা গিয়েছিল জি বাংলার ধারাবাহিক ‘সোহাগ জলে’। তারপর ফের ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী।

চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী শ্বেতা বলেন, ‘আমার সঙ্গে শ্যামলীর অনেক মিল। ও একটা ভেবলি, আমিও ভেবলি। প্রোমো দেখে অনেকের মনে হয়েছিল, বিনোদ হয়ত আমার কাছের কেউ। কিন্তু এমনটা নয়। গ্রামের দুঃখী মেয়ে শ্যামলী। ভাই বোনদের মানুষ করতে যেসব উজাড় করে দিয়েছে। কিন্তু বদলে পেয়েছে ভর্ৎসনা আর অপমান। তাই সে কলকাতায় পাড়ি দিয়েছে। কলকাতায় বিনোদের বাড়ি ওঠার কথা তার। কিন্তু ট্রেনে উঠেই বিপত্তি। ব্যাগ চুরি হয়ে গেছে। তাই শেষমেষ কি হবে শ্যামলীর ভবিষ্যৎ এই নিয়েই গল্প এগিয়ে চলবে।

প্রোমোতে দেখা যাচ্ছে, নায়িকা গ্রামের মেয়ে। বাবা- মা নেই তাঁর। দাদা বৌদির সংসারে থাকে সে। গ্রামে ছোট্ট একটি দোকানও চালায় সে। কিন্তু তাঁর দাদা বৌদি অত্যাচার চালায় তাঁর উপর। তাই তাঁদের হাত থেকে বাঁচতে কলকাতায় পাড়ি দিয়েছে সে। আগে কখনো কলকাতায় আসেনি। আগে একা একা গ্রামের বাইরেও বিশেষ যায়নি। বিনোদের খোঁজে কলকাতায় এসেছে সে। বিনোদ থাকে হাতিবাগানে। কিন্তু ট্রেনের মধ্যেই চুরি হয়ে যায় তাঁর ব্যাগ। ব্যাগে ছিল বিনোদের ঠিকানা। হারিয়ে ফেলে সে।

কোনোক্রমে,হাতিবাগান এসে পৌঁছয় নায়িকা। খোঁজ করতে থাকে বিনোদের। বোকা-সোকা মেয়ে দেখে খপ্পরে পড়ে খারাপ লোকের। বিনোদের বাড়ি চেনেন বলে নায়িকাকে নিয়ে আসা হয় এক বাইজি বাড়িতে। কিন্তু কোনওক্রমে পালিয়ে বাঁচে সে। পালতে গিয়েই ধাক্কা খায় নায়কের গাড়ির সামনে। একে অপরকে প্রথমবারের জন্য তাঁরা দেখেন।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।