জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

চার বছরের অভ্যাস ভেঙে গেল হঠাৎই, স্বস্তিকা ঘোষকে ছাড়া ছোটপর্দার দর্শকদের রোজনামচা ফাঁকা! ‘অনুরাগের ছোঁয়া’ শেষ হতেই দীপাও কি মিস করছেন সবাইকে? আবার কবে পর্দায় ফিরবেন প্রিয় অভিনেত্রী?

স্টার জলসার দীর্ঘদিনের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন আবেগে ভেসেছেন দর্শক থেকে শুরু করে শিল্পীরা সবাই। চার বছর পূর্ণ হওয়ার আগেই পর্দা নামল এই ধারাবাহিকের আর শেষ দিনের শুটিংটা সকলের কাছেই হয়ে উঠেছিল ভীষণ আবেগঘন। গত ২৯ নভেম্বর ক্যামেরার সামনে শেষবার গল্পের নায়িকা হয়ে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী ‘স্বস্তিকা ঘোষ’ (Swastika Ghosh)। এতদিন ধরে যে চরিত্রে দর্শক তাঁকে ঘরের মেয়ে বলে আপন করে নিয়েছিলেন, সেই দীপাকে বিদায় জানানো সহজ ছিল না তাঁর কাছেও।

শেষ পর্বের শুটিংয়ে নিজের অনুভূতি আর ধরে রাখতে পারেননি স্বস্তিকা। কখনও দীপা, বা কখনও তাঁর নাতনি সুদীপা, একাধিক স্তরের চরিত্রে অভিনয় করতে করতে এই ধারাবাহিক তাঁর জীবনের বড় অংশ হয়ে উঠেছিল। তাই শুটিং ফ্লোরে বাবার কাঁধে মাথা রেখে অঝোরে কাঁদতে দেখা যায় তাঁকে। সেই মুহূর্তে ছিল না কোনও অভিনয়, ছিল শুধুই চার বছরের যাত্রা শেষ হওয়ার বাস্তব বেদনা। সহকর্মী থেকে শুরু করে টিমের প্রতিটি সদস্যই বুঝতে পেরেছিলেন, এই বিদায় তাঁর কাছে কতটা ব্যক্তিগত।

ধারাবাহিক শেষ হতেই দর্শকদের মনে একটাই প্রশ্ন, আবার কবে নতুন ধারাবাহিকে ফিরবেন স্বস্তিকা? সাধারণত একটি দীর্ঘ কাজের পর অনেকেই সঙ্গে সঙ্গেই নতুন প্রজেক্টে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু স্বস্তিকার ভাবনাটা একটু আলাদা। তিনি বরাবরই মনে করেন, সাফল্যের পর নিজেকে থামিয়ে নতুন করে বোঝা জরুরি। তাই আপাতত পর্দা থেকে কিছুদিন দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। যদিও, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে তাঁর জীবনের ছোটবেলার অভিজ্ঞতা।

এদিন তিনি নিজের গল্প বলতে গিয়ে তিনি স্মরণ করেছেন শৈশবের সেই দিনগুলোর কথা, যখন নাচ শেখার শুরুতে আত্মবিশ্বাসের অভাব তাঁকে বারবার পিছিয়ে দিয়েছিল। মঞ্চে উঠে দর্শকদের দিকে তাকাতে না পেরে পিঠ ফিরিয়ে নাচার স্মৃতি আজও স্পষ্ট তাঁর মনে। একের পর এক প্রতিযোগিতায় অংশ নিয়েও সাফল্য না পাওয়ায় তখন জেদ চেপে গিয়েছিল, কেন পারছি না? সেই সময়েই তিনি শিখেছিলেন যে, মাঝেমধ্যে থেমে নিজের ওপর কাজ করাই আসল প্রস্তুতি। অভিনেত্রীর নিজের ভাষায়, “ছোট থেকেই টিভিতে গান শুনে নাচতাম বলে, মা নাচে ভর্তি করে দিয়েছিল।

পাড়ার এক অনুষ্ঠানে একবার নাচ করতে উঠে দর্শকদের মুখ দেখব না বলে পেছন ফিরে নেচেছিলাম। তারপর অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি কিন্তু কোনোটাতেই জিততে পারেনি। একটা জেদ চেপে গিয়েছিল যে কেন পারছি না! তখন সবাই বুঝিয়েছিল যে আরও ভালো করে নাচতে হবে আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আমি ছোট থেকেই আসলে লাজুক, মাথা উচু করে কথা বলতাম না। এরপর সব প্রতিযোগিতা থেকে বিরতি নিয়ে কিছুদিন আয়নার সামনে প্রস্তুতি নিয়ে আবার প্রতিযোগিতায় নামি।

প্রায় সাত-আটটা প্রতিযোগিতার পর গিয়ে, অবশেষে দ্বিতীয় বা তৃতীয় হই।” সেই শিক্ষাই আজও তাঁর জীবনে প্রাসঙ্গিক। চার বছরের টানা কাজের পর নিজেকে নতুন করে বুঝতে চান স্বস্তিকা। নিজের ভিতরটা গুছিয়ে নিয়ে, আরও গভীর প্রস্তুতি নিয়েই তিনি আবার ফিরতে চান পর্দায়। তবে আশ্বাস দিয়েছেন, খুব বেশি দেরি হবে না! পছন্দের চরিত্র আর ঠিক মনের মতো গল্প পেলে দর্শকদের কাছে আবার ফিরে আসবেন তিনি। আপাতত এই বিরতিটুকুই তাঁর কাছে পরের ধাপের প্রস্তুতি।

Piya Chanda

                 

You cannot copy content of this page