জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দারুণ খবর! ফের একবার ছোট পর্দা কাঁপাতে ফিরছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, কোন চ্যানেলে?

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় নবাগত অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি পুরনো অভিনেতা অভিনেত্রীদের কদর কিন্তু খুবই ভালো। পুরনো তারকাদের বারবার ফিরে পেতে চান দর্শকরা। আর সেই রকমই বাংলা টেলিভিশনের পর্দায় অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)

একের পর এক ধারাবাহিকে দর্শকমন জিতেছেন এই অভিনেত্রী। তার অভিনয়, তার সৌন্দর্য্য মন কেড়েছে দর্শকদের। তার অভিনীত প্রথম ধারাবাহিক ছিল ব্যাপক রকমের হিট একটি ধারাবাহিক। সৈয়দ আরেফিনের সঙ্গে তার জুটি অচিরেই জিতে নিয়েছিল বাঙালি দর্শকদের মন। খেলাঘর ধারাবাহিকের হাত ধরেই নায়িকা হিসেবে বাঙালি দর্শকদের মন জিতে নিয়েছিলেন এই মিষ্টি চেহারার অভিনেত্রী।

Swikriti Majumder

প্রসঙ্গত উল্লেখ্য অভিনেত্রীর দ্বিতীয় ধারাবাহিক‌ও দর্শকদের মাঝে দারুণ জনপ্রিয়তা পায়‌‌। ব্যাপক রকমের হিট হয়েছিল ডোডো-মৌ জুটি। অভিনেতা অর্পণ ঘোষালের সঙ্গে তার মিষ্টি প্রেমের গল্প মন কেড়েছিল দর্শকদের। কিন্তু অচিরেই সেই ধারাবাহিক বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়। যদিও স্বীকৃতির অভিনয় দর্শকদের দারুণ মনে ধরে। অভিনেত্রীকে আবার‌ও নতুন ধারাবাহিকে দেখতে চান দর্শকরা।

এরপর এই অভিনেত্রীকে দেখা যায়, আলোর কোলে ধারাবাহিকে। যদিও সেখানে সোমু সরকারের সঙ্গে স্ক্রীন শেয়ার করতে দেখা যায় অভিনেতাকে। এর পরবর্তীতে এই অভিনেত্রীকে আনন্দী ধারাবাহিকে একটি ক্যামিও চরিত্রে দেখা যায়। এবার এই অভিনেত্রীকে দেখা যাবে এক নতুন ধারাবাহিক? সম্প্রতি এমনই খবর রটেছে। তা কোন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী? বলাই বাহুল্য এই মুহূর্তে তিনি কোন‌ও ধারাবাহিকে ফিরছেন না। আসলে সম্প্রতি অভিনেত্রী হাজির হয়েছিলেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। যদিও এই অভিনেত্রীকে পর্দায় ফের দেখতে চাইছেন দর্শকরা।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।