জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আনন্দীর শুটিং সেটে ভূতের উপস্থিতি টের পেয়েছেন ঋত্বিক-অন্বেষা! শোনালেন হাড়হিম করা গল্প

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক আনন্দী (Anandi)। যে ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra) ও অভিনেতা ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee)। জি বাংলার অপর ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ থেকে আলাপ এবং বন্ধুত্ব দুজনের। আর সেই জনপ্রিয়তা ধরে রেখে ‘আনন্দী’-তে ফের একসঙ্গে তারকা জুটি।

জি বাংলার আনন্দী ধারাবাহিকের তারকা জুটি এসেছিলেন বিশেষ আড্ডায়। আর সেখানে এসে তাঁরা শোনালেন শুটিং সেটের অশরীরীর কাহিনী। যদিও ভূত সম্পর্কে অন্বেষা এবং ঋত্বিকের ধারণা আলাদা। দুজনেই ভিন্ন মত পোষণ করেন। তবুও অটুট আদি-আনন্দীর বন্ধুত্ব।

ঋত্বিক বললেন, তাঁর কাছে এই ভূত বিষয়টিই ভূতের মত। তিনি কোনদিনই ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হননি। তাছাড়া তিনি, এটাও জানালেন যে, যেহেতু অভিজ্ঞতা হয়নি, তিনি সরাসরি ভূত বিষয়টিকে বিশ্বাস করেন না। অভিনেতার কথায়, তবে তাঁদের শুটিং সেটে ভূত ছিল। একথা লোকে বলাবলি করত।

ঋত্বিক ও অন্বেষার আগের সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’-এর শুটিং হত ভারতলক্ষ্মী স্টুডিওতে। ‌শোনা যেত সেখানে নাকি অশরীরী রয়েছে। যদিও ঋত্বিক এবং অন্বেষা দুজনেই একমত, শুটিং সেটে কোনদিনই অশরীরির উপস্থিতি অনুভব করেননি তাঁরা। ‌শুধুমাত্র মুখেই শুনেছিলেন।

ভালোবাসার সপ্তাহে কি প্ল্যান ঋত্বিকের? অন্বেষা বললেন প্রচন্ড কর্মব্যস্ততা। যদিও ভালোবাসা সম্পর্কে ঋত্বিকের ‌থেকে সাজেশন পান অন্বেষা। অভিনেত্রী অন্বেষার মতে, ঈশ্বর থাকলে ভূতের উপস্থিতি রয়েছে। যদিও সরাসরি অভিজ্ঞতা হয়নি বলে এই বিশ্বাসটুকুই রয়েছে তাঁর।‌

Piya Chanda