জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আমার নাম ব্যবহার করে ছবি হিট করাবে! ‘১০ই জুন’ থেকে সরলেন মিঠাই রানী!

ছোটপর্দার জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুন্ডু বড়পর্দায় আত্মপ্রকাশ করেই সাফল্যের স্বাদ পেয়েছেন। দেবের সঙ্গে ‘প্রধান’ ছবিতে অভিনয়ের পর এবার ওটিটিতেও নজর কেড়েছেন তিনি। ‘কালরাত্রি’ ওয়েব সিরিজের মাধ্যমে তাঁর অভিনয় দক্ষতা আরও একবার প্রশংসিত হয়েছে। তবে নতুন ছবির মুক্তির আগেই বড়সড় বিতর্কে জড়ালেন তিনি। আগামী ২১শে ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা সৌমিতৃষার দ্বিতীয় ছবি ১০ই জুন। তবে মুক্তির মাত্র দশ দিন আগে অভিনেত্রীর আচরণে চমকে গিয়েছেন অনুরাগীরা। ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

মঙ্গলবার আয়োজিত এই ইভেন্টে মিডিয়ার আমন্ত্রণপত্রে সৌমিতৃষার নাম ছিল স্পষ্ট উল্লেখিত। কিন্তু অনুষ্ঠানে দেখা যায়নি তাঁকে। এটা বেশ অস্বাভাবিক, কারণ পেশাদারিত্বের জন্য তিনি পরিচিত। অসুস্থ থাকলেও এর আগে ছবির প্রচারে অংশ নিয়েছেন। তাই হঠাৎ এই সিদ্ধান্ত কেন? জানতে চাওয়া হলে অভিনেত্রী জানান, তিনি এই ইভেন্ট সম্পর্কে কিছুই জানতেন না এবং এই ছবির সঙ্গে আর কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি, প্রযোজনা সংস্থা মিডিয়ার সঙ্গে প্রতারণা করছে এবং তাঁর নাম ব্যবহার করে ভুল তথ্য দিচ্ছে। পাশাপাশি তিনি জানান, ২৮শে ফেব্রুয়ারি তাঁর নতুন প্রোজেক্ট ‘কালরাত্রি ২’-এর পোস্টার প্রকাশ পাবে, যা নিয়ে তিনি বেশি আগ্রহী।

এই ঘটনায় প্রযোজনা সংস্থার প্রতিক্রিয়া কী? ‘সান ভেঞ্চার’ ব্যানারের অধীনে সানি খান ও অনুপ সাহা প্রযোজিত এই ছবিটি বারবার পিছিয়ে গিয়েছে। প্রথমে সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা সমস্যার কারণে তা বিলম্বিত হয়। সৌমিতৃষার ঘনিষ্ঠ সূত্রের খবর, প্রযোজনা সংস্থার অপেশাদার মনোভাবেই তিনি বিরক্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ছবির প্রচারে অংশ নেবেন না। প্রযোজক সানি খান স্বীকার করেছেন, অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি। তাঁর দাবি, পোস্ট-প্রোডাকশন বিলম্বিত হওয়ায় সৌমিতৃষা প্রথমে প্রচারের জন্য সময় দিয়েছিলেন, কিন্তু পরে হঠাৎ করে সরে যান।

এই ঘটনার প্রভাব এতটাই পড়েছে যে, প্রযোজনা সংস্থা আর্টিস্ট ফোরামের সাহায্য নিয়েছে। ফোরামের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক। কিন্তু কী কারণে সৌমিতৃষা এতটা ক্ষুব্ধ? সূত্রের খবর, ছবির সঙ্গে যুক্ত এক ফ্রিল্যান্স ক্রু মেম্বার সোশ্যাল মিডিয়ায় তাঁকে কটাক্ষ করেন। বিষয়টি সৌমিতৃষার নজরে এলে তিনি মনঃক্ষুণ্ণ হন। এই কারণেই তিনি পুরোপুরি ছবির প্রচার থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।

প্রযোজনা সংস্থা এখনও আশাবাদী যে আলোচনার মাধ্যমে এই সমস্যা মিটিয়ে ফেলা সম্ভব। তবে সৌমিতৃষা এখন নতুন প্রোজেক্ট ‘কালরাত্রি ২’-এর দিকেই মনোযোগ দিচ্ছেন। আপাতত ১০ই জুন তাঁর জীবনে অতীত হয়ে গেছে বলেই মনে করছেন অনেকে। এখন দেখার বিষয়, প্রযোজনা সংস্থা ও অভিনেত্রীর মধ্যে এই মনোমালিন্য কতদূর গড়ায়, এবং শেষ পর্যন্ত ছবি মুক্তির সময় কোনো সমঝোতা হয় কি না।

Piya Chanda