জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সিসিটিভি ফুটেজ দেখে তথার মৃত্যু রহস্য সমাধান করবে ফুলকি ও রোহিত! ‘ফুলকি’তে জমজমাট পর্ব মিস করবেন না!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। প্রতি সপ্তাহের টিআরপি (TRP) তালিকায় আগুন ঝরানো এই ধারাবাহিক দিনের পর দিন ধরে জমজমাট পর্ব উপহার দিয়ে চলেছে। ধারাবাহিকের শুরু থেকেই দেখা যায় রোহিতের ভাই তথার মৃত্যুর রহস্য। আর এবার সেই রহস্য সমাধান করবে ফুলকি এবং রোহিত।

ফুলকি আজকের পর্ব ১৪ ফেব্রুয়ারি এপিসোড | Phulki Today Episode 14th February

জি বাংলার ফুলকি ধারাবাহিকের প্রথম দিকের পর্বগুলিতে দেখা যায়, ফুলকির ওপর বিশেষ রাগ রুদ্রের। তথার মৃত্যু নিয়ে বরাবরই রহস্য ঘনীভূত হয়ে থাকে। ফুলকি রোহিতকে বিয়ে করার পরেই এই রহস্য সমাধান করবে বলে বদ্ধপরিকর হয়ে ওঠে। আর তখনই রুদ্র ফুলকির শত্রুসম হয়।

ফুলকি, জি বাংলা সিরিয়াল, zee Bangla, phulki

এমনকি রুদ্র ফুলকিকে মেরে ফেলার বহু চেষ্টা করে। কখনো ফুলকির চোখ অন্ধ করে দেয় তো কখনো ফুলকিকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য হাজারো পরিকল্পনা করে। যদিও শেষমেষ ফুলকি রুদ্রর পরিকল্পনা বানচাল করে বিজয়ী হয়। তবে এবার ফুলকি নিজের জন্য কিংবা রোহিতের জন্য নয়, তথার মৃত্যুর রহস্য সমাধানের সম্পূর্ণ চেষ্টা করবে।

ধারাবাহিকের নতুন পর্বে দেখা যাচ্ছে ফুলকি রোহিত এবং অন্যেরা উঁচু ছাদে গিয়ে পৌঁছে গিয়েছে। যেখানে উপস্থিত হয়েছে বালবিন্দর। বালবিন্দর রোহিতকে বলে, ফুলকিকে রেলিং-এর পাশে গিয়ে ধাক্কা দিতে। রোহিত ধাক্কা দিলেও এত উঁচু রেলিং থেকে ফুলকি পড়ে না। ফুলকি তখন বলে তাকে ল্যাং দিতে। তাহলে কি সে ছাদ থেকে পড়বে?

সকলের কাছে এটা পরিষ্কার হয়ে যায় শুধুমাত্র ধাক্কা দেওয়ার কারণে ছাদ থেকে তথা সেদিন পড়ে যায়নি। এর পিছনে অন্য কোন কারণ রয়েছে। আর তখনই মাথায় আসে সিসিটিভি ফুটেজের কথা। কিন্তু সন্দেহ হয় এত বছর আগের সিসিটিভি ফুটেজ কি থাকবে? কিন্তু জানা যায় সিসিটিভি ফুটেজ রয়েছে। আর তখনই উৎসাহিত হয়ে ওঠে ফুলকি। তাহলে এবার তথা মৃত্যু রহস্য সমাধান করা সম্ভব হবে।

Piya Chanda