জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গরিমাকে জিততে দিয়ে হেরে গেল রোশনাই! আরণ্যককে জব্দ করতে আদিত্যর কাছাকাছি রোশনাই!

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক রোশনাই (Roshnai)। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনেতা শন ব্যানার্জি (Sean Banerjee) ও অভিনেত্রী তিয়াসা লেপচা (Tiyasa Lepcha)। ধারাবাহিক বর্তমানে জমে উঠেছে। ডান্স কম্পিটিশনে মুখোমুখি রোশনাই ও গরিমা। কে জিতবে, কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট?

রোশনাই আজকের পর্ব ১৪ ফেব্রুয়ারি | Roshnai Today Episode 14th February

স্টার জলসার রোশনাই ধারাবাহিকে দেখা যায়, ডান্স কম্পিটিশনে রোশনাইকে হারানোর জন্য পুরোদমে চেষ্টা করে চলেছে অনেকেই। রোশনাই যাতে ফাইনালে গিয়ে হেরে যায় তার জন্য চলছে ষড়যন্ত্র। এরপর, রোশনাইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে কম্পিটিশনে পা রাখে গরিমা। আর এখান থেকেই শুরু হয়ে যায় হাড্ডাহাড্ডি লড়াই।

Star Jalsha, Roshnai, Bengali Serial, Television, Roshnai Today Episode 11th February, স্টার জলসা, রোশনাই

ধারাবাহিকের আগের পর্বে দেখা যায়, আরণ্যক রোশনাইকে বলে, সে ফাইনালে গিয়ে হেরে যাবে। কিন্তু নিজের স্বপ্নের প্রতি বদ্ধপরিকর রোশনাই। সে পাল্টা জবাব দিয়ে বলেছিল, সে কিছুতেই ইচ্ছে করে হেরে যাবে না। এরপর ফাইনালের লিস্ট সামনে আসে। আর সেখান থেকে দেখা যায়, ফাইনালে দুজন প্রতিযোগী রোশনাই ও গরিমা।

যদিও শেষমেষ গরিমাকে জিতিয়ে ফাইনালে হেরে যায় রোশনাই। কিন্তু রুদ্রপ্রসাদ এতে খুশি হয় না। কারণ, রোশনাই এর মত মেয়ে যে এতটা ট্যালেন্ট রাখে, তাঁর ফাইনালে গিয়ে জেতা উচিত ছিল। কিন্তু রোশনাই হেরে যাওয়ায় দারুন খুশি হয় সুরঙ্গমা। স্যারজি কে জিতিয়ে দিয়ে কম্পিটিশন ছাড়ে রোশনাই।

এরপর, রোশনাই আর আদিত্য কাছাকাছি আসে। আর তাই দেখে দুর থেকে বিরক্ত হয় আরণ্যক। কিন্তু রোশনাই সেটাই করে যেটা সে ঠিক করেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এরপর জমজমাট হয়ে উঠবে ধারাবাহিকের পর্ব। আগামী দিনে কি হয় তা জানার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।

Piya Chanda