জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দর্শকদের দাবি মেনে নিয়ে মিত্তির বাড়ি ধারাবাহিকে নায়িকা বদল? নতুন মুখ হিসেবে আসছেন কে?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিত্তির বাড়ি (Mittirbari)। কিছুদিন আগে শুরু হওয়া এই ধারাবাহিক অচিরেই খ্যাতি অর্জন করেছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে ‘মিঠাই’ খ্যাত অভিনেতা আদৃত রায় কামব্যাক করতে দর্শক না হলে উচ্ছ্বাস জাগে। আদৃতর নায়িকা হিসেবে ধারাবাহিকে অভিনয় করছেন টেলিভিশন পর্দায় ডেবিউ করা নবাগতা নায়িকা পারিজাত চৌধুরী।

প্রথম থেকেই এই ধারাবাহিকটি চর্চায় ছিল। এই ধারাবাহিকের গল্প দর্শকদের ভালো লাগছে। তবে শুধু আদৃত কিংবা পারিজাত এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ নয়। কারণ ধারাবাহিকের কাস্টে টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেখা যায়। যদিও অনেকে দাবি তুলেছিলেন যে মিত্তির বাড়ি ধারাবাহিকের নায়িকা বদল হোক।

আসলে আদৃতর সঙ্গে জনপ্রিয় টলি অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু কি আশা করেছিলেন সিরিয়াল প্রিয় দর্শকেরা। আদৃত-সৌমীতৃষা জুটিকে ফের টেলিভিশন পর্দায় দেখতে চেয়েছিলেন তাঁরা। তবে বাস্তবে দেখা যায়, সৌমীতৃষা বর্তমানে সিরিয়াল নিয়ে ততটা উৎসাহিত নন। সিনেমা ও ওয়েব সিরিজের দিকেই তাঁর ঝোঁক রয়েছে।

তাহলে কি সত্যিই বদলে যাচ্ছে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকের নায়িকা? এখনো পর্যন্ত যা খবর মিলছে, এই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্রের বদল হতে চলেছে। আসলে এই ধারাবাহিক যখন শুরু হয়েছিল তখন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অভিনেত্রী মানসী সিনহা। তাঁকে এখন আর ধারাবাহিকে দেখা যাচ্ছে না।

অভিনেত্রীকে এই নিয়ে প্রশ্ন করা হলে, তিনি তার পরিপ্রেক্ষিতে উত্তর দেন, তিনি এখন আর এই ধারাবাহিকে নেই। জি বাংলার তরফে তাই কল টাইম পাননি। আসলে অভিনেত্রী মানসী সিনহা যেমন একজন জনপ্রিয় অভিনেত্রী ঠিক তেমন ভাবেই তিনি একজন খ্যাতনামা পরিচালক। তাঁর পরিচালিত দুটি ছবি, ‘এটা আমাদের গল্প’ এবং ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ দর্শকদের মনে দাগ কেটেছে। বর্তমানে অত্যন্ত ব্যস্ত তিনি। তাই খুব সম্ভবত তাঁকে আর ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে দেখা যাবে না। তবে পরবর্তীকালে কি হয় তার উত্তর দেবে এই ধারাবাহিকটি।

Piya Chanda

                 

You cannot copy content of this page