জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

লাহিড়ী বাড়িতে একার লড়াই আনন্দীর! একে একে সরে গেল সবাই! আদির চোখে নিজেকে প্রমাণ করবে আনন্দী

জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক আনন্দী (Anandi) শুরু হওয়ার পর থেকেই দর্শকমহলে সাড়া ফেলেছে। প্রথম থেকেই এই ধারাবাহিক ধীরে ধীরে সকলের মন জয় করে নিচ্ছে। ধারাবাহিকের গল্পে ইতিমধ্যে এসেছে নতুন মোড়। আদিদেবের সঙ্গে আনন্দীর বিয়ের পর থেকেই ঝড় সামলে চলেছে আনন্দী। আর এবার একার লড়াই শুরু হলো নায়িকার।

জি বাংলা আনন্দী আজকের পর্ব ২৯ অক্টোবর | Anandi Today Episode 29th October

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রকেট এসে সমস্ত কথা সবার সামনে দাঁড়িয়ে বললেও সেগুলো প্রথমে আদি মোটেই বিশ্বাস করতে চায় না। আর তাই আদি রকেটকে বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে। কিন্তু বাড়ির সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রকেটের কথা শুনে যেতে থাকে। এদিকে দেখা যায়, রকেটের কথা আর সহ্য করতে না পেরে আদি রকেটের গায়ে হাতও তোলে তাকে মারতে পর্যন্ত যায়।

Zee Bangla Anandi Serial Today Episode 23rd October

এরপর নিজের ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে। রকেট তার ফোন থেকে একটা ভিডিও বের করে সবাইকে দেখায়। আর সেই ভিডিওতে দেখা যায় আনন্দী রকেটের হাতে পাঁচ লাখ টাকা দিচ্ছে, আর বলছে যেন তার কাজটা যেন ঠিকভাবে হয়ে যায়। এই টাকা আনন্দীর দাদা যখন একসময় রকেটের পাঁচ লাখ টাকা ধার নিয়েছিল সেই কথা জানতে পেরে আদির ঠাম্মি তাঁকে ৫ লক্ষ টাকা ধার দেয়। আর সেই ভিডিও দেখাতেই সবাই আনন্দীকে ভুল বোঝে।

লাহিড়ী বাড়িতে আদির দাদা, বাবা, কাকা কেউই মোটেই ভালো চোখে দেখে না আনন্দীকে। আর তারপর রকেটের এই ভিডিও যেন আগুনে ঘি ঢালার মত কাজ করে। ভিডিওতে আনন্দী যে ব্যাগ করে রকেটকে টাকা দিচ্ছে সেই ব্যাগ দেখে চিনতে পেরে যায় চৈতি। সে হঠাৎ করে বলে ওঠে ভিডিওতে একটা দেখা যাচ্ছে সেটা তোঠাকুমার ব্যাগ কিন্তু সেই ব্যাক আমাদের কাছে কি করে গেল সেটা নিয়ে প্রশ্ন তুলে সবাই। হাজার প্রশ্নের
মাঝেও চুপ করে দাঁড়িয়ে থাকে আনন্দী। ‌

এদিকে আদির দাদা বলে পুলিশ ডাকার কথা। আনন্দী আর কি কি প্ল্যান করে রেখেছে সেটাই এবার সন্দেহ হতে থাকে সবার। তখন ঠাম্মি বাধ্য হয়ে মুখ খোলে, তিনি জানিয়ে দেন তিনি নিজে আনন্দীকে টাকা গুলো দিয়েছিলেন। ঠাম্মির কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এর মাঝে আদিও বিশ্বাস করতে থাকে রকেটের কথাগুলো। তবে সব কথা শুনে আনন্দী বলে, সে যেভাবেই হোক প্রমাণ করবে সে কাউকে ঠকায়নি।

TollyTales NewsDesk