জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জি বাংলায় বিরাট খবর, ‘পরিণীতা’ আসতে ব’ন্ধ হচ্ছে কোন ধারাবাহিক? সরানো হচ্ছে কাকে? জানেন?

জি বাংলায় (Zee Bangla) আসছে নতুন মেগা সিরিয়াল পরিণীতা (Parineeta)। এমনিতেই টেলিপর্দায় একের পর এক নতুন ধারাবাহিকের লাইন লেগেছে। তার মধ্যে জি বাংলার জন্য দুটি নতুন সিরিয়াল অপেক্ষারত। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিক ‘পরিণীতা’-র প্রোমো। আর এই নতুন সিরিয়ালকে জায়গা দিতে শে’ষ হচ্ছে কোন জনপ্রিয় মেগা?

‘পরিণীতা’-র জন্য বন্ধ হচ্ছে জি বাংলার হিট মেগা!

নতুন সিরিয়ালের প্রোমো আসতে না আসতেই দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হয়, তাহলে কোন মেগা সরে যাচ্ছে? কোন ধারাবাহিককে বন্ধ করে স্লট দখল করছে নতুন সিরিয়াল? স্বাভাবিক ভাবে টিআরপি কম থাকা সিরিয়াল গুলি আর অনেক দিন ধরে গড়িয়ে চলা সিরিয়ালগুলোর দিকেই আঙুল ওঠে। ধারণা করা হয় এদের মধ্যেই হয়তো কোন একটি সিরিয়াল এবার শেষের পর্বে।‌

জি বাংলার নতুন সিরিয়ালে এই প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করবেন টেলিভিশনের পরিচিত মুখ অভিনেতা উদয় প্রতাপ সিং। উদয়ের বিপরীতে দেখা যাবে নবাগতা ঈশানিকে। ধারাবাহিকে তিনি পারুলের ভূমিকায় নজর কাড়বেন। জি বাংলার এই মেগা নিয়ে দর্শক মহলে চাপা গুঞ্জন। মনে করা হচ্ছে, ‘নিম ফুলের মধু’-কে সরিয়ে দিয়ে স্লট দখল করবে ‘পরিণীতা’। ‌

কখন সম্প্রচারিত হবে নতুন মেগা ‘পরিণীতা’?

প্রাথমিকভাবে জি বাংলার তরফে যে প্রোমো শেয়ার করা হয়েছিল সেখানে দেখা গিয়েছিল আগামী ১১ নভেম্বর থেকে সম্প্রচার শুরু হবে ‘পরিণীতা’ সিরিয়ালের। যদিও বর্তমানে সেই ভিডিও ডিলিট করা হয়েছে। আ‌র এখন জানা যাচ্ছে, ধারাবাহিককে একেবারে সন্ধ্যার প্রাইম স্লট দেওয়া হয়েছে। এতদিন ধরে লম্বা সময় এক নম্বরে থাকা ‘জগদ্ধাত্রীর’ জায়গা দখল করছে পরিণীতা। অর্থাৎ জি বাংলার পর্দায় সন্ধ্যা ৭ টার স্লট দেওয়া হয়েছে উদয়-ঈশানির ধারাবাহিককে।

যদিও এখনো এই বিষয়টি স্পষ্ট নয়, পরিণীতার আগমনে জগদ্ধাত্রী ধারাবাহিক শেষ হচ্ছে কিনা। কারণ জি বাংলার তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। অঙ্কিতা-সৌম্যদীপের হিট মেগা শেষ হবে নাকি ফের স্লট বদলাবে সেটাই এখন দেখার। তবে ‘জগদ্ধাত্রী’ হোক কিংবা ‘নিম ফুলের মধু’ জি বাংলার দুই হিট মেগা এখনই শেষ না হোক, সেটাই চাইছেন দর্শক।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page