জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জি বাংলার সময়সূচিতে বিরাট রদবদল! ‘তারে ধরি ধরি মনে করি’ ও ‘বেশ করেছি প্রেম করেছি’ শুরুর আগেই, কোপ পড়ছে ‘আনন্দী’র ঘাড়ে! রাত ১০:১৫-এর স্লটে এবার থেকে ‘জগদ্ধাত্রী’, নভেম্বরের শেষ সপ্তাহেই কি বিদায়ের নিচ্ছে ‘আনন্দী’?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ (Anondi) নিয়ে নতুন করে জোর গুঞ্জন শুরু হয়েছে টেলিপাড়ায়। বহুদিন ধরে চলতে থাকা এই ধারাবাহিকে মাঝে বেশ কয়েকবার গল্পে নতুন মোড় আনার চেষ্টা করেছে নির্মাতারা। চরিত্রের পরিবর্তন থেকে ট্র্যাক বদল, সবকিছুই হয়েছিল দর্শকদের আগ্রহ ফেরানোর উদ্দেশ্যে। কিন্তু সেই চেষ্টার পরেও টিআরপি তালিকায় তেমন উত্থান দেখা যায়নি বলে শোনা শোনা যাচ্ছিল কয়েক সপ্তাহ ধরে। ফলে ধারাবাহিকটি ঠিক কতদিন চলবে, সেই প্রশ্ন আরও জোরালো হয়ে উঠেছে দিনদিন।

বর্তমানে রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচারিত হচ্ছে ‘আনন্দী’। এই স্লটেই একসময় দর্শক টেনেছিল ধারাবাহিকটি, কিন্তু বিগত কয়েক মাসে জনপ্রিয়তার গ্রাফ আর আগের জায়গায় নেই। এদিকে চ্যানেলের নতুন গল্প আনার পরিকল্পনাও নাকি জোর কদমে চলছে। ফলে পুরনো সময়সূচি ধরে রাখবে না, এমন ধারণা তৈরি হয়েছে অনেকের। বিশেষ করে চ্যানেলের একাধিক কর্মীই বলছেন, চ্যানেলের ভেতরে নাকি পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগেই।

নতুন ধারাবাহিকের নামও ইতিমধ্যেই এসেছে প্রকাশ্যে। তাদের মধ্যে একটি ‘তারে ধরি ধরি মনে করি’, যেখানে অভিনয় করবেন পল্লবী শর্মা। পাশাপাশি আসতে চলেছে আরও একটি নতুন প্রেমের গল্প আগামী ৮ ই ডিসেম্বর থেকে, ‘বেশ করেছি প্রেম করেছি’। এই দু’টি ধারাবাহিকই ডিসেম্বরে শুরু হওয়ার সম্ভাবনা এবং পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল বলে খবর। আর সেই কারণেই ‘আনন্দী’র ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা আরও বেড়েছে।

দর্শকদের একাংশের মতে, নতুন গল্পকে জায়গা করে দিতেই নাকি শেষের পথে ঠেলে দেওয়া হচ্ছে বিদ্যমান ধারাবাহিককে। বর্তমানের শুটিং সংক্রান্ত তথ্য বলছে, নভেম্বরের শেষ সপ্তাহেই নাকি ‘আনন্দী’র শেষ পর্বের শুটিং সম্পূর্ণ হয়ে যাবে। যদি তা সত্যি হয়, তাহলে খুব শিগগিরই বিদায় জানাতে হবে ধারাবাহিকটিকে। আর যেই সময় ‘আনন্দী’ সম্প্রচারিত হয়, সেই সময়েই নাকি জায়গা নিতে পারে জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’।

যদিও চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, শেষপর্যন্ত কী সিদ্ধান্ত নেবে চ্যানেল? গল্পে নতুন মোড় আনা সত্ত্বেও যদি বিদায় নিতে হয় ‘আনন্দী’কে, তাহলে সেটা দর্শকদের জন্যও বেদনার মুহূর্ত হয়ে থাকবে নিশ্চিত। আপাতত অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার, দেখা যাক আগামী সপ্তাহেই শেষ অধ্যায়ে পৌঁছে যায় কি না বহুদিনের জনপ্রিয় এই ধারাবাহিক।

Piya Chanda

                 

You cannot copy content of this page