জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ভবিষ্যতের প্রশ্নেই থমকে গেল মুহূর্ত! ধীরে ধীরে জমে উঠছে অপু-আর্যর সম্পর্কের সমীকরণ! অপুকে কি এবার মনের কথা বলবে আর্য? ‘চিরদিনই তুমি যে আমার’-এ গল্পের নতুন মোড়!

জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকে অবশেষে নিজের মনের কথা প্রকাশ করতে চলেছে একে অপরের কাছে অপু আর আর্য। এদিকে কিঙ্কর অপুকে নিয়ে খারাপ মন্তব্য করার পর আর্যর কাছে অপমানিত হয় এবং চড় পর্যন্ত খায়। অন্যদিকে অপু আর আর্যর ঘনিষ্ঠতা সহ্য করতে পারে না মীরা। কিঙ্কর আর মীরা হাত মেলায় অপু আর আর্যকে আলাদা করার জন্য।

রাতে অপু আর আর্য একে অপরের কথা ভেবে ঘুমায় না, এদিকে সকালে নীলের ম্যাসেজ পেয়ে তাড়াতাড়ি অফিস এসে আর্য দেখে অপু আর নীল একসাথে বসে সময়ে কাটাচ্ছে, রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর্য। তবে নতুন প্রোমো কিন্তু অন্য কথা বলছে। সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোতে দেখা গেল আর্য অপুকে ভবিষ্যতের জন্য কিছু পরামর্শ দিতে থাকে।

Chirodini Tumi Je Amar, Zee Bangla, জি বাংলা, চিরদিনই তুমি যে আমার

হঠাৎ করেই নির্দ্বিধায় অপু জানতে চায় অর্যকে, তাদের দুজনের ভবিষ্যতে কি আছে? এরপর দেখা যায় বাড়ি থেকে আসা প্রসাদ নিজের হাতে অপুকে খাইয়ে দেয় আর্য। সেই চামচ দিয়েই আর্য খেতে গেলে অপু বাধা দেয়। যদিও মনে মনে অপুর ভালোলাগে, কিন্তু যতদিন না আর্য নিজের মুখে বলছে সে অপুকে ভালোবাসে ততদিন অপুও তাঁকে বুঝতে দিতে চাইছে না নিজের অনুভূতি আর আবেগ।

সত্যিই কি আর্য এবার বলে দেবে অপুকে নিজের মনের কথা? অপু আর আর্যর ভবিষ্যতে কি আছে? এই সম্পর্ক সত্যিই কী জন্ম-জন্মান্তরের? কী রহস্য লুকিয়ে আছে আর্যর অতীতে? উত্তর খুঁজতে মরিয়া দর্শক, তবে আসলেই কি হবে জানতে হলে চোখ রাখুন ‘চিরদিনই তুমি যে আমার’-এ ঠিক সন্ধ্যে ৬:৩০, শুধুমাএ জি বাংলার পর্দায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page