জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আমি ভুল করতেই পারি, কৌশিকী কখনও ভুল করে না”— কৌশিকীর শাসনে হাঁপিয়ে উঠেছে দর্শক! দুর্গার ভবিষ্যৎ শেষ করে দিল কৌশিকী! বিতর্কের মাঝে মুখ খুললেন রূপসা চক্রবর্তী!

এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) । কাহিনি অনুযায়ী বেশ কিছু বছর এগিয়ে গিয়ে গল্পে এসেছে নতুন প্রজন্মের আগমণ, তার সঙ্গে এসেছে সম্পর্কের নতুন সমীকরণ। বর্তমানে ‘জগদ্ধাত্রী’ এবং ‘দুর্গা’— দুই চরিত্রেই এখন অভিনয় করছেন ‘অঙ্কিতা মল্লিক’ (Ankita Mallick)। দর্শকদের চোখে এখন এই দুই চরিত্র যেন মা দুর্গারই প্রতিচ্ছবি। বহু বছর মুখোপাধ্যায় পরিবার থেকে দূরে থাকলেও, গল্পের মোড় ঘুরতেই ফিরে এসেছে দুর্গা।

আর তার সঙ্গেই বদলে গেছে পারিবারিক রাজনীতির গতিপ্রকৃতি। এতদিন ধরে মুখোপাধ্যায় বাড়ির সমস্ত ভার কাঁধে তুলে নিয়েছিল কৌশিকী মুখোপাধ্যায়, অভিনেত্রী ‘রূপসা চক্রবর্তী’র (Rupsha Chakraborty) অনবদ্য অভিনয়ে প্রাণ পেয়েছে এই চরিত্র। পরিবারের যেকোনো সঙ্কট মুহূর্তে কৌশিকী ছিলেন রক্ষাকবচের মতো। কিন্তু যত দিন যাচ্ছে, ততই যেন বদলাচ্ছে দর্শকের দৃষ্টিভঙ্গি। আগে যে কৌশিকী ছিলেন প্রশংসার কেন্দ্রবিন্দু, এখন সেই চরিত্রকেই অনেকেই দোষের চোখে দেখছেন।

কৌশিকীর ‘প্রতিপত্তি’ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে দর্শকরা। সম্প্রতি সমাজ মাধ্যমে কৌশিকীর বর্তমান গতিবিধি ঘিরে উঠেছে নানা প্রশ্ন। কেউ কেউ বলছেন, আগে ভালো লাগলেও এখন কৌশিকী নাকি ‘বেশি বাড়াবাড়ি করছে।’ আবার কেউ লিখেছেন, “সম্পত্তি নিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে কৌশিকী, যার ফলে পরিবারের অশান্তি আরও বাড়ছে।” এমনকি কেউ কেউ কৌশিকীর দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তুলছেন, ‘যে কেন দুর্গার উচ্চশিক্ষার ব্যবস্থা করেনি সে?

কেন সবার মধ্যে সম্পত্তি ভাগ করে দেওয়া হল না?” তবে এই বিতর্কের মাঝেও অভিনেত্রী রূপসা চক্রবর্তী বরাবরই আত্মবিশ্বাসী থেকেছেন কৌশিকীকে নিয়ে। তাঁর মতে, চরিত্র নিয়ে দর্শকদের এমনভাবে জড়িয়ে পড়াই প্রমাণ করে তাঁর প্রভাব। এদিন তিনি বলেন, “দর্শক এতটা গভীরভাবে চরিত্রের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, সেটাই আমাদের জয়। তবে আমি বিশ্বাস করি, রূপসা ভুল করলেও কৌশিকী কখনও ভুল সিদ্ধান্ত নেবে না।”

অভিনেত্রীর এই মন্তব্যেই আবারও স্পষ্ট হলো অভিনেত্রীর চরিত্রের প্রতি আত্মবিশ্বাস। প্রায় সাড়ে তিন বছর ধরে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকভাবে টিআরপি তালিকায় স্থান দখল করে চলেছে। কিছু সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথমে থাকলেও, সাম্প্রতিক সপ্তাহে একটু পিছিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছে ধারাবাহিকটি, তবে তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। বরং নতুন প্রজন্মের এন্ট্রি, পারিবারিক রাজনীতি এবং চরিত্রগুলোর নতুন রূপ, সব মিলিয়ে এই ধারাবাহিক এখনও দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda