জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’র (Mittir Bari) এর আগে দেখা যায়, ধ্রুব জোনাকিকে স্পষ্টভাবে জানিয়ে দেয়—”এত বড় মিথ্যে নিয়ে যে মানুষ বাঁচে, সে আমার জীবনে পথ চলার সঙ্গী হতে পারে না।” এই কথা বলেই ধ্রুব বুঝিয়ে দেয়, জোনাকির মায়ের অতীত আর তার নিজের সম্মানবোধের সংঘাতে সে জোনাকিকে সেই মুহুর্তে মিত্তির বাড়ি ছেড়ে যেতে বলে।
মনে টান থাকলেও মুখে সে দূরত্ব তৈরী করে জিনাকিকে প্রতিষ্ঠিত করে তুলতে। তবে এবার গল্পে আসছে এক আবেগঘন মোড়। সম্প্রতি মুক্তি পেল নতুন প্রোমো যেখানে দেখা যাচ্ছে, ধ্রুব আর জোনাকির সম্পর্কের টানাপোড়েন নতুন করে বাঁক নিচ্ছে। প্রোমোর শুরুতেই দেখা যায়, রাস্তার ধারে একটা ছোট্ট চায়ের দোকানে ধ্রুব আর জোনাকি পাশাপাশি দাঁড়িয়ে। জোনাকি কিছুটা কুণ্ঠিত, আর ধ্রুবের চোখে যেন একটা অনুশোচনার ছায়া।

হাতে ধরা কাপে চুমুক দিতে দিতেই ধ্রুব জানায়, “আমার সাথে ফিরে যাবে জোনাকি? ফিরে চলো মিত্তির বাড়ি।” ধ্রুবর এমন প্রস্তাবে চমকে ওঠে জোনাকি। ঠিক সেই মুহূর্তেই শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। যেন প্রকৃতিও সাক্ষী হয়ে উঠছে চায় তাঁদের সম্পর্কের নতুন অধ্যায়ের। রাস্তার মাঝে আটকে পড়ে দুজনে। একদিকে কাঁটার মতন অতীত আর অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ—এই দুয়ের মাঝখানে জোনাকির চোখে দেখা যায় দ্বিধা।
শেষমেশ দুজনে আশ্রয় নেয় এক পরিত্যক্ত পুরনো বাড়িতে। ভেজা জামাকাপড়, চারিদিক অন্ধকার, আর ঘরের কোণে জমে থাকা নীরবতা। এই পরিবেশে একে অপরকে নতুন করে দেখতে শুরু করে ধ্রুব আর জোনাকি। পরিত্যক্ত বাড়ির নীরবতা যেন হঠাৎ করে খুলে দেয় জমে থাকা সব প্রশ্নের দরজা। জোনাকি কি ফিরবে ধ্রুবর জীবনে আবার?
আরও পড়ুনঃ বিরাট চমক! মিঠাই সিরিয়ালের জুটি ফিরছে মিত্তির বাড়িতে! কোন নতুন চরিত্রের এন্ট্রি হচ্ছে ধ্রুব-জোনাকির জীবনে?
প্রোমো প্রকাশ পেতেই দর্শকদের মধ্যে তৈরি করেছে দারুন উত্তেজনা! ধ্রুব আর জোনাকি কি তবে এক নতুন শুরু করতে চলেছে? উত্তরের অপেক্ষায় দর্শকরাও। জানতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায়, ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে, প্রতি রাত ৯ টায়। প্রেম, প্রতিবাদ আর পরিবার, এই তিনের টানাপোড়েনে এবার গল্প হবে আরও জমজমাট।