জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mithai: জি বাংলায় আসছে পুজো স্পেশাল প্রমো, একদম পারফেক্ট ঢাকিদের মত ঢাক বাজাবে মিঠাই রানী! ‘যমুনা ঢাকি শেখালো নাকি?’, কটাক্ষ করছেন স্টার জলসা ভক্ত

আর তো মাত্র ১০-১২ দিনের অপেক্ষা। তারপরেই বাঙালির আকাশে বাতাসে ভেসে উঠবে আনন্দের আগমনী সুর। মা আসছে। দুই বছর পর করোনা ভুলে এবার নিশ্চিন্তে আনন্দ করবে বাঙালি। চারিদিকে প্রস্তুতি তুঙ্গে। জামা কাপড় কেনা থেকে প্যান্ডেল তৈরি সবকিছুই ঝটপট হচ্ছে এখন। এর মাঝখানে জি বাংলার ভক্তদের জন্য রইল আনন্দের খবর।

mithai2 1

গত বছর পুজো স্পেশাল প্রমো এসেছিল কিন্তু এখনো এই বছর পুজো স্পেশাল প্রমো না আসায় মন খারাপ হয়েছিল জি বাংলার দর্শকদের। তবে আপনাদের জানাই যে এই বছর জি বাংলা স্পেশাল পুজো প্রমো শুটিং হয়ে গেছে। শুটিং প্লেসের ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেই সঙ্গে সৌমির প্রোফাইল যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে সৌমি সেখানে লাল রঙের শাড়ি সাদা রংয়ের ব্লাউজ পরে মনের আনন্দে ঢাক বাজাচ্ছে আর ক্যাপশন দিয়েছে একটু ঢাক বাজানো শিখলাম। বোঝাই যাচ্ছে যে জি বাংলায় পুজো স্পেশাল কিছু একটা হতে চলেছে।

mithai1 2

তবে এই ছবি দেখার পরে স্টার জলসার ভক্তরা কটাক্ষ করবেন না তা তো হয় না। অনেকেই বলেছেন যে মিঠাই একদমই ঢাক বাজাতে পারে না,ও অভিনয় করছে। আবার অনেকে বলছেন যমুনা ঢাকি এসে শিখিয়ে দিয়ে গেল নাকি?

Nira

                 

You cannot copy content of this page