জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“শুভশ্রী ছাড়া জি বাংলার মহালয়া অসম্পূর্ণ!”— রুবেল মহিষাসুর, ইধিকা পাল দুর্গা রূপে, তবু দর্শকের মনে পড়ছে শুভশ্রীর কথা! মহালয়ায় চমক থাকলেও মন ভরেনি অনেকের, সমালোচনার মুখে জি বাংলার মহালয়া!

আজ মহালয়া, ইতিমধ্যেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষ প্রভাতী অনুষ্ঠান দেখে ফেলেছেন অনেকেই। তাই নিয়ে আবার দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বছরের এই বিশেষ দিনে সকাল সকাল চোখ মেলে টেলিভিশনের পর্দায় দেবী দুর্গার দর্শন, এখন বাঙালির আবেগের অংশ। তবে এবারের জি বাংলার মহালয়ায় (Zee Bangla Mahalaya 2025) ‘শুভশ্রী গঙ্গোপাধ্যায়’কে (Subhashree Ganguly) না দেখতে পেয়ে অনেকেই যেন একটা শুন্যতা অনুভব করলেন। বহু দর্শকের মত, শুভশ্রীর মধ্যে যে দেবীর প্রকাশ রয়েছে, তাতে দুর্গা রূপে যেন তাঁকে ছাড়া কাউকে মানায় না।

কেউ কেউ তো সমাজ মাধ্যমে সরাসরি অনুরোধও জানিয়েছেন,”পরের বছর শুভশ্রীকেই ফিরিয়ে আনুন, না হলে এই অনুষ্ঠান জমে না।” তবে শুধু শুভশ্রী নয়, এবারের মহালয়ায় ‘অপর্ণা’ এবং ‘জগদ্ধাত্রী’কে অনুপস্থিত দেখেও অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। অনেকের বক্তব্য, “সবাই মহালয়াতে থাকলেই তা ভালো হয় না। খারাপ কাজ করার থেকে, না করাই ভালো।” সমাজ মাধ্যমে অধিকাংশ মানুষের দাবী– শুধু জনপ্রিয়তা নয়, দায়িত্ববোধ, অভিনয়ের গভীরতা, আর দেবী রূপে বিশ্বাসযোগ্যতা, এই সবকিছুই থাকা প্রয়োজন।

Zee Bangla Mahalaya special show on September 21

অন্যদিকে, এবারে দুর্গার ভূমিকায় নতুন করে জায়গা পেয়েছেন ‘ইধিকা পাল’। শুরুর থেকেই যাঁর চারপাশে ছিল নানা রকমের প্রত্যাশা এবং গুঞ্জন। যদিও ইধিকার মধ্যে অভিনয়ের প্রতিভা, চেষ্টাও চোখে পড়েছে, তবে দর্শকের বড় অংশ মনে করছেন এই চরিত্রে তাঁর অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট ছিল। অনেকেই মন্তব্য করেছেন, “মুখটা সুন্দর ঠিকই, কিন্তু চোখে সেই দেবীত্ব নেই।” তবে এটাও ঠিক যে, ইধিকার জন্য এই মহালয়া ছিল এক বড় সুযোগ, এবং ভবিষ্যতের জন্য হয়তো আরও ভালো করবেন তিনি।

Zee Bangla Mahalaya Promo Faces Mixed Reactions Over Bad VFX And Character Choices

এবারের মহালয়াতে ‘রণজয় বিষ্ণু’ মহাদেব রূপে বেশ সাবলীল অভিনয় করেছেন, এবং ‘রুবেল দাস’-এর মহিষাসুর চরিত্রটিও দর্শকদের বিশেষ মনে ধরেনি। তবে অনেকেই বলেছেন, “এতটাই ভিজ্যুয়াল আর গ্ল্যামার ঘেরা পরিবেশনায় আসল ভক্তিভাবনা একটু আড়ালেই থেকে গেল।” দেবীর শক্তির রূপ হিসেবে অন্বেষা হাজরা, মোহনা মাইতি, ঈশানী চ্যাটার্জি ও দিব্যাণী মন্ডলের মতো অভিনেত্রীদের রূপ যতটা চমক দিল, ঠিক ততটাই দর্শক আশা করেছিল মনের গভীরে এক অনুভবও জাগাবে।

জি বাংলার আজকের মহালয়া নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, “মহালয়া যেন কেবল বড় বাজেট আর তারকার ভিড় হয়ে না ওঠে।” শুভশ্রীকে নিয়ে আক্ষেপ হোক বা ইধিকার প্রথম প্রচেষ্টা- দর্শক চান যেন পরের বছর নির্মাতারা একটু বেশি সতর্ক হন বাছাইয়ে। কারণ, বাঙালির এই ঐতিহ্যের দিনে ভুল কিছু হলে তা শুধু বিনোদন নয়, আবেগেও ধাক্কা লাগে। জি বাংলার প্রতি প্রত্যাশা আছে বলেই এত আলোচনা। তাই আগামী বছর যেন সেই বিশ্বাস ধরে রাখা যায়, এইটাই এখন দর্শকের কথা।

Piya Chanda