জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাংলা ছবির গৌরব! বিদেশের মাটিতে সম্মানিত রুক্মিণীর ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’! বেস্ট ক্রিটিক্স অ্যাওয়ার্ড জিতল বিনোদিনীর ছবি!

বাংলার মঞ্চ ও পর্দার এক সুপরিচিত নাম ‘বিনোদিনী’, এবার শুধু দেশের মধ্যেই নয়, বিদেশের মাটিতেও আলো ছড়াবে। ভারতীয় থিয়েটারের সম্রাজ্ঞী বিনোদিনী দাসীর জীবনকে কেন্দ্র করে নির্মিত রাম কমল মুখোপাধ্যায়ের চলচ্চিত্র ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ এবার আন্তর্জাতিক স্বীকৃতির মুখোমুখি। পরিচালক নিজে সোশাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করেছেন, যা ভক্ত ও সিনেমাপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে।

এই ছবিটি বোস্টন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ক্রিটিক্স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। রামকমল মুখোপাধ্যায় ইতিমধ্যেই ছবি প্রসঙ্গে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবং পুরো টিমকে। তাঁর পোস্টে প্রকাশ পেয়েছে, কীভাবে ছবির প্রতিটি সদস্যের অবদান এই সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরিচালক বিশেষভাবে উল্লেখ করেছেন, ছবির জুড়ি মেম্বারদেরও ধন্যবাদ, যারা দৃঢ় প্রচেষ্টার মাধ্যমে সিনেমার মান বজায় রাখতে সাহায্য করেছেন।

‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ চলতি বছরের ২৩ জানুয়ারি মুক্তি পায়। ছবিটি থিয়েটারের কিংবদন্তি বিনোদিনী দাসীর জীবনের নানা দিককে পর্দায় তুলে ধরেছে। নামভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, মীর আফসার আলি, রাহুল বোস, চান্দ্রেয়ী ঘোষসহ আরও অনেকে। প্রচারের সময় রুক্মিণী বারবার আবেগপ্রবণ হয়ে পড়েন, যা দর্শক ও সমালোচকদের মন জয় করেছে।

বিনোদিনী দাসীর একটি বড় স্বপ্ন ছিল—মঞ্চের নাম তাঁর নামে করানো। দীর্ঘ একশো পঞ্চাশ বছর আগে যে স্বপ্ন পূর্ণ করা সম্ভব হয়নি, তা এবার সফল হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্টার থিয়েটারের নামকরণ করা হয়েছে নটী বিনোদিনীর নামে, যা থিয়েটারের ইতিহাসে এক অনন্য স্মরণীয় ঘটনা হিসেবে রেকর্ড হয়েছে।

পরিচালক রামকমল মুখোপাধ্যায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন, বিশেষ করে ছবির অভিনেতা-অভিনেত্রী ও নির্মাণ টিমকে। কৌশিক গঙ্গোপাধ্যায়সহ অন্যান্য বিশিষ্টজনরাও এদিন রুক্মিণী ও পরিচালকের প্রশংসা করেছেন। দেশের সীমানা ছাড়িয়ে এই ছবি এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলার সংস্কৃতি ও থিয়েটারের মর্যাদা তুলে ধরবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page