জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র (Parineeta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, পুলিশ সতর্ক করে দিয়ে যায় টগর আর বাকিদের যেন ভবিষ্যতে পারুলের সঙ্গে এমন কিছু তারা না করে। পুলিশ চলে যেতেই পারুল স্পষ্ট করে জানিয়ে দেয়, বাড়ির লোকেরা তাকে হাজার মিথ্যে অপবাদ দিলেও সে কখনও বাড়ির লোকেদের ক্ষতি চায় না। দাদু জানায় ঠিক এই কারণেই বাড়ির মেয়েদের তিনি শাসনে রাখেন। না হলে এই বাড়ির মেয়েরা এক মুহূর্তে যে কারোর জীবন উলট-পালট করে দিতে পারে।
মল্লার টগরকে বলে, প্রথমত নতুন এসেছে এই বাড়িতে তারপরে সব থেকে ছোট হয়েও কিভাবে সে এমন করতে পারলো। এদিকে রায়ান শিরীনকে অপমান করে বাড়ি দিয়ে বের করে দেয়। রায়ান সবাইকে জানিয়ে দেয়, এরপর থেকে যেন বাড়ির কোন বিষয়ে শিরীন না থাকে। এমনকি রায়ান তার মাকেও স্পষ্ট বলে দেয়, পারুল ক্ষমা করলেও সে কখনোই ক্ষমা করতে পারবে না। এরপর দেখা যায় রুক্মিনীর সঙ্গে রায়ান ফোনে কথা বলছে।
রুক্মিনী জানায় সে পারুলকে ভালোবাসে বলেই স্কলারশিপ, বিদেশে পড়াশোনা করার স্বপ্ন সব ছেড়ে দিয়ে দেশে ফিরে গেছে। রায়ান বলে সম্মানের জায়গা দিয়ে সেইটা করেছে, গোপালও যদি বিপদে পড়ত রুক্মিণীও একই ভাবে পাশে দাঁড়াতো। এমন সময় রায়ানের মা এসে ক্ষমা চাইতে শুরু করে ছেলের কাছে। রায়ান কিছুতেই ক্ষমা করতে রাজি নয়। হঠাৎ রায়ানের মা বলে বসেন তিনি চেয়েছিলেন রায়ন বিদেশে পড়াশোনা করে আসলে বাড়িতে সবাই তার কথায় দাম দেবে।
রায়ান আবার রেগে গিয়ে তার মাকে বলে, ঠিক এই কারণেই তার মায়ের সঙ্গে আর কথা বলার ইচ্ছা নেই। ছেলের স্বপ্ন নয় বরং নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বিদেশে পাঠিয়েছিলেন তিনি। মা চলে যেতেই পারুলে এসে রায়ানকে বোঝাতে থাকে মায়ের সঙ্গে এমন না করতে। নিজের মাকে পারুল খুঁজে পাচ্ছে না, তাই মায়ের অভাবটা কি সে বোঝে। এদিকে ইউনিভার্সিটিতে সবাই দুর্গাপুজো নিয়ে খুব উৎসাহিত। হঠাৎ একটা নামী ব্র্যান্ড বিবাহিত মহিলাদের জন্য আজকের দশভূজা নামের কম্পিটিশন করতে চায় সেখানে।
আরও পড়ুনঃ বাংলা ছবির গৌরব! বিদেশের মাটিতে সম্মানিত রুক্মিণীর ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’! বেস্ট ক্রিটিক্স অ্যাওয়ার্ড জিতল বিনোদিনীর ছবি!
বয়সের কোনও উর্ধ্বসীমা নেই, যে জিতবে এক লক্ষ টাকা পাবে সে। পারুল ভাবে এটাই তার সুযোগ, এই এক লক্ষ টাকা পেলে সে দক্ষিণ ভারত গিয়ে নিজের মায়ের খোঁজ করতে পারবে। কিন্তু ইউনিভার্সিটির কেউ জানে না পারুল বিবাহিত। এদিকে রাকার ঘর থেকে এই কম্পিটিশনের একটা কাগজ খুঁজে পায় রায়ানের মা। তিনি ঠিক করেন নাম নেবেন, এদিকে পারুলও নাম দিয়েছে। কম্পিটিশনের দিনই দেখা যায় শাশুড়ি ও বৌমা এবার মুখোমুখি, তবে আজকের দশভূজা হবে কে?