জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আপনারা সাদা চোখে যা দেখছেন, পেছনে গভীর কারণ আছে!” “আমি কমপ্লেনিং নই, কাজটাই আমার কাছে হিরো, বাকিসব হেরো!”— পুজোর প্রোমো থেকে বাদ যাওয়ায় জিতুর স্পষ্ট জবাব! তবে কি দিতিপ্রিয়ার অঙ্গুলী হেলনেই বাদ পড়েছেন জিতু? প্রশ্ন তুলছে নেট পাড়া

দুর্গাপুজোকে কেন্দ্র করে টেলিভিশন চ্যানেলগুলির বিশেষ অনুষ্ঠান নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই থাকে তুঙ্গে। জি বাংলার নতুন পুজো প্রোমোতেও সেই উৎসবের আবহকে ধরা হয়েছে নানান জনপ্রিয় ধারাবাহিকের জুটি দিয়ে। ‘জগদ্ধাত্রী’ থেকে ‘পরিণীতা’ থেকে ‘ফুলকি’, সব জুটিকেই লাল পোশাকে দেখা গেছে সেখানে। প্রোমোতে ছিলেন অপর্ণা অর্থাৎ দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), কিন্তু দেখা গেল না তাঁর সঙ্গী আর্য অর্থাৎ অভিনেতা ‘জিতু কমল’কে (Jeetu Kamal)। আর এই বিষয়টিই নিয়েই এখন সমাজ মাধ্যম ক্ষোভে উত্তাল।

দর্শকদের একাংশ মনে করছেন, এটা নিছক কাকতালীয় নয়। সম্প্রতি দিতিপ্রিয়ার সঙ্গে জিতুর ব্যক্তিগত মতবিরোধ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। যদিও পরবর্তীতে অভিনেত্রী নিজেই জানান, ভুল বোঝাবুঝি মিটে গেছে, আগের মতোই তাঁরা একসঙ্গে কাজ করছেন। অভিযোগের পোস্টও মুছে দেন তিনি। এরপর ধারাবাহিকেও স্বাভাবিক ছন্দে ফিরতে দেখা গেছে আর্য-অপর্ণাকে। কিন্তু চ্যানেলের বিশেষ প্রোমো থেকে নায়ককে বাদ পড়তে দেখে প্রশ্ন তুলছেন অনেকেই। অভিনেতা জিতু কমল অবশ্য বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন।

তাঁর কথায়, “জি বাংলার সঙ্গে আমি বহুদিন ধরে আন্তরিকভাবে জড়িত। আমার কেরিয়ার উত্থানের জন্য জি বাংলার অবদান অনেকটাই। আপনারা আপনাদের সাদা চোখে যেটা দেখছেন সেটার জন্যে জি-কে দোষারোপ করবেন না। গভীরে অনেক কারণ রয়েছে, সেগুলো আমি হয়তো বলতে চাইবো না। কারণ আমি খুব বেশি কমপ্লেনিং নই। কাজটাই আমার কাছে হিরো, বাকিসব হেরো।” তাঁর এই বক্তব্য নতুন করে কৌতূহল বাড়িয়ে তুলেছে দর্শকদের মধ্যে।

এদিকে, দর্শকমহলের একটি বড় অংশ দাবি করছেন, পর্দার বাইরের টানাপোড়েন নাকি প্রভাব ফেলছে ধারাবাহিকের ওপরও। এমনকি অভিযোগ উঠেছে, দিতিপ্রিয়ার মা নিয়মিত শুটিং সেটে উপস্থিত থেকে নানান বিষয়ে প্রভাব খাটাচ্ছেন। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেননি, কিন্তু দর্শকদের ক্ষোভ ক্রমশ বাড়ছে। তাঁদের মতে, পুজোর প্রোমো থেকে একজন জনপ্রিয় অভিনেতাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অন্যায্য।

সব মিলিয়ে, জি বাংলার এই পুজো প্রোমো ঘিরে বিতর্ক যেন শেষ হতে চাইছে না। একদিকে উৎসবের আনন্দ আর রঙিন আয়োজন, অন্যদিকে তার মাঝেই প্রিয় জুটিকে না পাওয়ার অভিমান। সমাজ মাধ্যমে ক্রমাগত প্রতিক্রিয়ার ঝড় উঠছে। জিতুর ভক্তরা চান, চ্যানেল যেন দ্রুত এই বিষয়টিতে নজর করে। জিতু বিতর্কে জড়াতে না চাইলেও, দর্শকদের এখন প্রশ্ন একটাই— বাদ পড়ার কারণ কি দিতিপ্রিয়া, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনও কারণ?

Piya Chanda