বাংলা বিনোদনের ইতিহাসে এমন অনেক ধারাবাহিক আছে যা শেষ হয়ে গিয়েছে বহুদিন আগে কিন্তু আজও মানুষের মনে সমান উত্তেজনা তাকে নিয়ে। ঠিক তেমনি এক সময়ের জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai) -এর কথা মনে পড়লে হাসি ফুটে ওঠে দর্শকের মুখে। শুধু মিঠাই (Soumitrisha Kundu) বা উচ্ছেবাবুই (Adrit Roy) নয়, এই ধারাবাহিকের প্রতিটি চরিত্রই যেন দর্শকের কাছে সমানভাবে আপন ছিল, তারই মধ্যে একটি চরিত্র যেন সকলের হৃদয়ে গেঁথে গিয়েছিল—তিনি ‘দাদাই’। পর্দায় তাঁর নাম সত্যজিৎ মোদক, বাস্তবে তিনি বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী (Biswajit Chakraborty)।
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে তিনি চরিত্রটিকে প্রাণ দিয়েছিলেন, তা আজও দর্শকদের মনে জ্বলজ্বল করছে। এই চরিত্রটি শুধু একটা নাম নয়, একটা আবেগ। ‘মিঠাই’ শেষ হয়ে যাওয়ার পর অনেকেই বলেছেন, সেই রসায়ন, সেই একান্নবর্তী পরিবারের গন্ধ আর কোথাও পাওয়া যায় না। বিশেষ করে মিঠাই, উচ্ছেবাবু আর দাদাইয়ের সেই তিন প্রজন্মের মিষ্টি সম্পর্ক—তা যেন দর্শকের মনে স্থায়ী ছাপ রেখে গেছে। কেউ কেউ তো এখনো সমাজ মাধ্যমে পুরনো ক্লিপ ঘেঁটে ঘেঁটে দেখেন আর বলেন, “এই তো হলো আসল পরিবার।”
তবে এখানেই আছে চমক! দর্শকের সেই আবেগকে আবার ফিরিয়ে আনতে চলেছে জি-বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক। জি-বাংলার ‘মিত্তির বাড়ি’ শুরুর পর থেকেই দর্শকদের নজর কেড়েছে। আর এই ধারাবাহিকেই এবার ফিরছেন সেই প্রিয় ‘দাদাই’ অর্থাৎ বিশ্বজিৎ চক্রবর্তী। শুধু তাই নয়, এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় আছেন কে? আদৃত রায়—অর্থাৎ আমাদের সকলের ‘উচ্ছেবাবু’। এবার আবার একসঙ্গে দেখা যাবে তাঁদের!
মিঠাই শেষ হওয়ার এতদিন পরেও এই দু’জনকে একসঙ্গে দেখার খবর সামনে আসতেই নস্টালজিয়ায় ভাসছেন মিঠাই ভক্তরা, শুধু একটাই আক্ষেপের জায়গা যে ‘দাদুর নাতি’ বলার জন্য মিঠাই রানী থাকবে না। যদিও এখনও স্পষ্ট নয় বিশ্বজিৎ চক্রবর্তী ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন। তবে এতটুকু জানা গেছে, তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে প্রবেশ করছেন। ইতিমধ্যেই ধারাবাহিকের নির্মাতাদের এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে দর্শক মহলে উচ্ছ্বাস।
আরও পড়ুনঃ ‘ফুলকি’তে এবার মায়ের টানেই রাজবাড়ি পৌঁছালো ফুলকি! রাজবাড়িতে মুখোমুখি হলো ফুলকি আর ছোট রানী! ফুলকি কি এবার ফিরে পাবে তার মাকে? কী চাল চালবে এবার রুদ্র?
কেউ বলছেন, “এই রসায়ন আবার ফিরলে সিরিয়াল হিট হবেই!” আবার কারও মতে, “উচ্ছেবাবুর সঙ্গে দাদাই মানেই আবার সেই পুরনো ভালোলাগার ছোঁয়া।” সত্যি বলতে কি, ধারাবাহিকের পর্দায় কিছু কিছু সম্পর্কের রসায়ন এতটাই গভীর ছাপ ফেলে যে কখনও পুরনো হয় না। মিঠাইয়ের মতো ধারাবাহিক শেষ হলেও তার চরিত্রেরা যেন আজও থেকে গেছে দর্শকদের মনের কোণে। আর সেই আবেগকে আবার ফিরিয়ে আনছে ‘মিত্তির বাড়ি’। এবার দেখার, দাদাই-উচ্ছেবাবু জুটির এই কামব্যাক কতটা ঝড় তোলে বাংলার টেলিভিশন দুনিয়ায়।