জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পারুল পেতেছে ফাঁদ, কিন্তু নিজেই ধরা দেবে তূর্য! পুলিশের হাতে কি ধরা পড়বে তূর্য? নাকি তূর্যের চালে ঘায়েল হবে মনোজ? ‘পরিণীতা’য় টানটান আজকের পর্ব!

জি বাংলার ‘পরিণীতা’ (parineeta) ধারাবাহিকে পারুল উচ্চশিক্ষার উদ্দেশ্যে ব্রাইট মাইন্ডসে পা রাখতেই তাঁর জীবনে আচমকাই আসে রায়ান, এবং তার সঙ্গে বিয়ে—সবকিছুই ঘটে যায় হঠাৎ করেই। তবে তাদের সম্পর্ক আর পাঁচটা দম্পতির মতো সহজ না। শিরীনের উপস্থিতিতে ভালোবাসার জায়গা জুড়ে জায়গা করে নেয় অবিশ্বাস আর টানাপোড়েন। এই টানাপোড়েনের মধ্যেই গল্পে নতুন রহস্য—রায়ানের প্রাণনা’শের চেষ্টা!

কে বা কারা তাকে মারতে চাইছে, আর এর পেছনে কি পারুলের অতীত না বর্তমান—সেই প্রশ্নই এখন ঘুরছে দর্শকের মনে। ‘পরিণীতা’ (Parineeta) তে আজকের পর্বের শুরুতেই দেখা যায় তূর্য নিজের প্ল্যান মাফিক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে নকল একটি ব্যাক্তিত্ব গড়ে তোলে। এক মিথ্যে ছবি বানিয়ে এ.আর রায়চৌধুরী নাম দিয়ে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলে শ্রীতমার সাথে প্রেমের নাটক করে।

Parineeta, Zee Bangla, Bangla Serial, Uday Pratap Singh, Ishani Chatterjee, Surabhi Mallick, Parul, Rayan, Shireen, New Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, উদয় প্রতাপ সিংহ, ঈশানী চ্যাটার্জী, সুরভি মল্লিক, শিরীন, নতুন পর্ব

তারপর দেখা করার প্রস্তাব দেয়। খুব বড়লোক ভেবে শ্রীতমা তূর্যর ফাঁদে পা দিয়ে ফেলে। নিজের প্রেমিকের সাথে সম্পর্ক ছিন্ন করে শ্রীতমা নতুন প্রেমিকের সাথে দেখা করতে যায়, কিন্তু ঘরে ঢুকতেই দেখে অন্ধকার আর ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তূর্য। কোনও রকমে প্রাণ বাঁচিয়ে ফিরে আসে শ্রীতমা। ইউনিভার্সিটিতে এসে কান্নায় ভেঙ্গে পড়ে বলে তাঁর সাথে একজন শ্লী’লতা’হা’নীর চেষ্টা করেছে প্রেমের নাটক করে।

পারুল সবটা খুলে বলতে বলে শ্রীতমাকে। শ্রীতমা সব ঘটনা জানালে পরুল বলে পুলিশের কাছে গিয়ে বলতে কিন্তু শ্রীতমা জানায় সেই ব্যাক্তিকে সে দেখতে পায়নি এবং শরীরের গঠনও মনে নেই। পারুল সিদ্ধান্ত নেয় যে ওই ব্যক্তিকে তার নিজের চালেই বাজিমাত করবে। সেই মতন রায়ানকে পারুল নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলে দিতে বলে, যেটা দিয়ে ওই ব্যক্তিকে খুঁজে পেতে পারে।

অন্যদিকে দেখা যায় তূর্য আগে থেকেই জানে পারুল কি করতে চলেছে, আর তূর্যও তাই চায় যে পারুলকে অস্ত্র বানিয়ে আশুতোষ বসুর পরিবারকে ধ্বংস করবে। পারুল একাউন্ট খুলেই সেই ব্যাক্তিকে প্রস্তাব পাঠায়, কিন্তু জানে না যে এই এ.আর রায়চৌধুরী আসলে তূর্য। তূর্যকে দেখা যায় বলতে যে সে আগে থেকেই অপেক্ষা করছিল পারুলের, তারপর পারুলের সাথে মিথ্যে পরিচয়ের আড়ালে কথা বলতে থাকে।

তূর্য অট্টহাসি হেসে বলে, “পারুল যে এক নারীর অপমান মেনে নেবে না সেটা আমি জানতাম, ও ভাবছে আমাকে আমারই চালে ফাঁসবে কিন্তু না এবার জায়গা বদল হবে! আমার জায়গায় থাকবে মনোজীত বসু, আর এভাবেই তিলে তিলে শেষ করে আমার প্রতিশোধ শেষ করব। পারুলের কোনও ক্ষতি আমি করব না।” এর পাশপাশি মনোজকে ট্র্যাক করা শুরু করে তূর্য, কারণ যেভাবেই হোক তাঁকে ফাসাতেই হবে তাই।

এমনভাবেই মিথ্যে পরিচয়ের আড়ালে তূর্য আর অন্যদিকে পারুল কথা বলতে থাকে। এক পর্যায় পারুল জানায় সে দেখা করতে চায় আর তূর্য আগে থেকেই সব প্ল্যান করে রেখেছে। তূর্য বলে পরশু সাড়ে দশটার সময়ে একটা হোটেলে দেখা করার কথা। পারুল রায়ানকে বলে আগে থেকেই পুলিশ নিয়ে যেতে সেখানে যাতে লোকটাকে হাতেনাতে ধরা যায়, কিন্তু তূর্য মনে মনে বলে আমায় ধরতে এসে পাবে মনোজকে।

Piya Chanda