জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

যেমন বাবা তাঁর তেমন মেয়ে! বাবার মতোই প্রতিভাবান সুন্দরী, মেধাবী, তবুও অভিনেত্রী নন! টোটা রায় চৌধুরীর মেয়েকে চেনেন?

অভিনয় জগতে সাফল্যের শিখরে পৌঁছেও ব্যক্তিগত জীবনকে স্পটলাইটের আড়ালে রাখতেই পছন্দ করেন একাধিক তারকা। তাঁদের মধ্যেই অন্যতম টলিউডের (Tollywood) অভিনেতা ‘টোটা রায় চৌধুরী’ (Tota Roy Chowdhury) । বরাবরই তিনি নিজের ব্যক্তিগত পরিসরটুকুকে আগলে রেখেছেন, আর সেই জন্যেই অনেকে তাঁকে আদর্শ অভিনেতা বলেন। শুধু নিজেই যে আড়ালে থাকেন তা কিন্তু নয়, স্ত্রী এবং কন্যা—দুজনেই রয়েছেন ক্যামেরার বাইরের জগতে, সমাজ মাধ্যমেও খুব একটা দেখা মেলে না তাঁদের।

তবে কয়েক ঝলকে যেটুকু দেখা মেলে, তা থেকেই স্পষ্ট বোঝা যায় এই পরিবারের প্রতিটি সদস্যেই নিজেদের মতন করে বাঁচতে ভালোবাসেন, টোটাও ক্যামেরা বন্ধ হতেই একেবারে সংসারী মানুষ হয়ে যান। অভিনেতা টোটা রায় চৌধুরী কিন্তু অভিনেতার আসল নাম নয়! তাঁর প্রকৃত নাম ‘পুষ্পরাগ রায় চৌধুরী’। অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই এই ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় তৈরি করেছেন, হয়ে উঠেছেন ‘টোটা’। তবুও একসময় তাঁকে সেই সম্মানটুকু পেতে হয়েছে অনেক লড়াই করে।

Tota Roy CHowdhury 1 1

পরিশ্রম আর অধ্যবসায়ের ফলে আজ তিনি শুধু টলিউড নয়, বলিউডেও নিজের প্রতিভার স্বাক্ষ রেখেছেন। তবে অভিনয়ের এই চকচকে দুনিয়ার বাইরেও টোটা রায় চৌধুরীর এক আলাদা জীবনে আছে, আছে এক সুন্দর সংসার। তাঁর স্ত্রী শর্মিলী রায় চৌধুরী এবং একমাত্র কন্যা মৃগাক্ষী—এই দুই নারী তাঁর জীবনের বড় আশ্রয়। যদিও টোটা কদাচিৎ তাঁদের ছবি পোস্ট করেন, কিন্তু তাতেই স্পষ্ট হয় এই পরিবারের আন্তরিক বন্ধন।

সেই ছবিগুলো দেখলে মনে হতে বাধ্য যে তিনি অভিনেতা হওয়ার আগে একজন দায়িত্ববান স্বামী এবং স্নেহভাজন পিতাও। মেয়ে মৃগাক্ষী এখন প্রায় ১৭ ছুঁই ছুঁই, বাবার মতোই প্রতিভাবান মেয়ে। সম্প্রতি আইসিএসসি পরীক্ষায় ৯৩ শতাংশ নম্বর পেয়ে সগৌরবে উত্তীর্ণ হয়েছে সে। পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি আর গেমিং জগতে আগ্রহী মৃগাক্ষী। ভবিষ্যতে এই দিকেই নিজের কেরিয়ার গড়তে চায়। কিন্তু আশ্চর্যের বিষয়, বাবা এত বড় অভিনেতা হওয়া সত্ত্বেও অভিনয়ের প্রতি তার কোনও আকর্ষণই নেই।

মৃগাক্ষী নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে চায় নিজের যোগ্যতার মাধ্যমে। টোটা রায় চৌধুরীর মতো একজন অভিনেতা যেমন পর্দায় নানান চরিত্রে ধরা দেন, পর্দার বাইরেও তেমনি তিনি এক ধীর,স্থির মানুষ। সংসার ও অভিনয়কে নিখুঁতভাবে ভারসাম্যের মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে যাওয়া অনুপ্রেরণা হতে পারেন বহু মানুষের। আর তাঁর কন্যা মৃগাক্ষী? হয়তো সে কোনওদিন অভিনয়ের মঞ্চে পা রাখবে না, কিন্তু তার নিজস্ব গুণেই একদিন পৌঁছবে নিজের স্বপ্নের শিখরে—এমন বিশ্বাস করাই যায়!

tota roy chawdhury daughter

Piya Chanda