জি বাংলার (Zee Bangla) সুপার হিট মেগা সিরিয়াল নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। দীর্ঘ অনেকদিন ধরে ধারাবাহিকটি জি বাংলার পর্দায় কামাল করে আসছে। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma) ও রুবেল দাস (Rubel Das) তাঁদের অভিনয় দক্ষতায় মাতিয়ে রেখেছেন দর্শকদের। আর এখন ধারাবাহিকের গল্প রীতিমত জমে উঠেছে।
নিম ফুলের মধু আজকের পর্ব ৩১শে অক্টোবর | Neem Phooler Madhu Today Episode 31th October
‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের গত পর্বে দেখা যায় সৃজনের বাবা অমিতেশ বাবু ম্যাজিক দেখাতে চান। কিন্তু শাশুড়ি কৃষ্ণা তা কিছুতেই মানতে রাজি নন। এমনকি পর্ণা-সৃজনের মেয়ে পুঁটি তার দাদুর কাছ থেকে ম্যাজিক শিখতে চাইলে কৃষ্ণা সমস্ত ম্যাজিক সামগ্রী নিয়ে চলে যায়। যাতে অমিতেশ বাবু আর ম্যাজিক দেখাতে না পারেন। ঠিক সেই সময় একটা ফন্দি আঁটে পর্ণা।
পর্ণা বলে, সে এমন কিছু করতে চলেছে যাতে কৃষ্ণা নিজেই মেনে নেবেন যে অমিতেশ বাবুর ম্যাজিক দেখানোর দক্ষতার কথা। ধারাবাহিকে দেখা যায়, দত্ত বাড়ির সবাই মিলে আয়োজন করেছে একটা ম্যাজিক শো। আর সেই ম্যাজিক শো রাতারাতি হাউস ফুল হয়ে যায়। দত্ত বাড়ির অল্প জায়গায় ম্যাজিক শো আয়োজন হয়েছিল বলে আরো অনেক দর্শককে জায়গা দেওয়া যায়নি। নয়তো শয়ে শয়ে দর্শক চলে আসত এই ম্যাজিক শো দেখতে।
তবে ফ্রিতে ম্যাজিক শো হচ্ছে না। বরং টিকিটের ব্যবস্থা করা হয়েছে। তাই টিকিট পিছু ইনকাম ভালোই হচ্ছে। অমিতেশ বাবু স্টেজে ম্যাজিক দেখালে সে ম্যাজিক দেখে সবাই অভিভূত হয়ে যান। এমনকি ভিডিও কলের মাধ্যমে দত্ত বাড়ির ম্যাজিক শো দেখতে থাকে ঈশা। এবার থেকে অরিত্র সমস্ত খবর পাঠাতে থাকে ঈশাকে। পর্ণা যে এত আয়োজন করেছে, তা দেখে চোখ কপালে উঠে যায় ঈশার।
আরও পড়ুন: ‘কালী চরিত্রে ঢুকলেই অদ্ভুত এক এনার্জি অনুভব করি’ অভিজ্ঞতা ভাগ করলেন পায়েল দে
ম্যাজিক শো সফল হলে পর্ণাকে ধন্যবাদ জানান অমিতেশ বাবু। কিন্তু পর্ণা বলে, ধন্যবাদ জানিয়ে তাকে যেন ছোট না করা হয়। কারণ এটা পর্ণার কর্তব্য। এরপর পর্ণা ম্যাজিক শোয়ের ইনকাম হওয়ার সমস্ত টাকা নিয়ে শাশুড়ি মা কৃষ্ণার কাছে যায়। পর্ণা কৃষ্ণার হাতে টাকা তুলে দিলে তিনি আর কিছু বলতে পারেন না। তবে মনে মনে বেশ খুশি হন।