জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জি বাংলায় পুজোর আগেই আসছে ‘কনে দেখা আলো’, শেষ হবে কোন জনপ্রিয় ধারাবাহিক?

পুজো মানেই নতুন গল্প, নতুন মুখ আর ছোটপর্দায় চমকপ্রদ সব চিত্রনাট্য। বছরের এই সময়ে প্রায় সব বাংলা বিনোদন চ্যানেলই দর্শকের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই একাধিক চ্যানেল পুজোকে কেন্দ্র করে বড় ঘোষণা করেছে। তাতে পিছিয়ে নেই জনপ্রিয় বাংলা বিনোদন চ্যানেল জি বাংলা। শুধু একটি নয়, একাধিক নতুন প্রজেক্ট নিয়ে হাজির হচ্ছে তারা, যার মধ্যে রয়েছে নতুন ধারাবাহিক, শো এবং চ্যানেল লঞ্চের মতো বড় খবর।

জি বাংলার দ্বিতীয় চ্যানেল জি বাংলা শোনার লঞ্চের প্রস্তুতি প্রায় শেষ। এই নতুন চ্যানেলে একসাথে তিন থেকে চারটি নতুন সিরিয়াল এবং বিনোদনমূলক শো শুরু হতে চলেছে। অন্যদিকে, মূল চ্যানেল জি বাংলায়ও আসছে একটি নতুন গল্প—অর্গানিক স্টুডিওজ প্রযোজিত আপকামিং ধারাবাহিক কোণে দেখা আলো। গল্পে থাকবেন দুই নায়ক ও দুই নায়িকা, যাদের জীবন এক দুর্ঘটনার কারণে আমূল বদলে যাবে। প্রোমো প্রকাশের পর থেকেই এই ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে।

যদিও নতুন গল্পের আগমনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এর জায়গা পাবে কারা? চ্যানেল ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, কোণে দেখা আলো-র জন্য শেষ হতে পারে দুটি চলতি ধারাবাহিক—আনন্দী ও মিত্তির বাড়ি। যদিও এখনো নিশ্চিতভাবে ঘোষিত হয়নি কোনটি বিদায় নেবে, কিংবা কবে শেষ দিনের শুটিং হবে। তবে পুজোর আগে এর মধ্যে একটির সম্প্রচার বন্ধ হওয়ার সম্ভাবনাই বেশি বলে টেলি মহলে জল্পনা চলছে।

প্রথমে শোনা গিয়েছিল কোণে দেখা আলো রাতের একটি জনপ্রিয় স্লটে সম্প্রচারিত হবে। তবে সাম্প্রতিক খবরে জানা যাচ্ছে, চ্যানেল কর্তৃপক্ষ নাকি সময় পরিবর্তনের কথা ভাবছেন। সন্ধ্যাবেলায় এই ধারাবাহিক দেওয়ার পরিকল্পনাও নাকি চলছে, যাতে নতুন প্রতিপক্ষের মুখোমুখি করা যায় গল্পটিকে। ফলে সময় নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত বাকি।

সব মিলিয়ে, কোণে দেখা আলো-কে ঘিরে প্রত্যাশা ইতিমধ্যেই আকাশছোঁয়া। একদিকে অজানা গল্পের রহস্য, অন্যদিকে কোন ধারাবাহিকের অবসান ঘটবে সেই প্রশ্ন—সব মিলিয়ে পুজোর আগে জি বাংলার দর্শক যেন অপেক্ষার প্রহর গুনছেন। এখন শুধু বাকি চ্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা, যা আসলেই স্পষ্ট হয়ে যাবে কোন গল্পের ইতি টেনে শুরু হবে নতুন এই অধ্যায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page