জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“শুভকে দেখে বোঝা যায়, সে সুখে আছে”—রুক্মিণীর কথা বলতে বলতে কেন হঠাৎ প্রাক্তনের নাম মুখে নিলেন দেব?

টলিপাড়ায় বড় কোনো ছবি মুক্তির সময় সবসময়ই থাকে নানা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে তার সঙ্গে জড়িত তারকারা। সম্প্রতি ‘ধূমকেতু’ ছবির ঝলক প্রকাশকে ঘিরে এমনই একটা ঘটনা ঘটল যা দৃষ্টি আকর্ষণ করল নেটিজেনদের। দেব ও শুভশ্রীর দশ বছর পর একসঙ্গে আসার খবরে ভক্তরা আনন্দিত হলেও, এই ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের প্রতি তীব্র কটাক্ষ শুরু হয়েছে। কোন কারণে অভিনেতার মুখে উঠল প্রাক্তন প্রেমিকার নাম? কেন এমন বিতর্ক?

‘ধূমকেতু’—দশ বছর পর মুক্তি পেতে চলা এই ছবিটি শুধু টলিপাড়ার নয়, ভক্তদের মধ্যেও ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। ছবির ঝলক প্রকাশের সময় দেব ও শুভশ্রী হাত ধরে নাচতে দেখা গিয়েছিল, যা বহুদিন পর তাদের কাছ থেকে বিরল দৃশ্য হিসেবে ধরা পড়ে। তবে এই নৈকট্যের মাঝেই শুরু হয় রুক্মিণীকে ঘিরে নানা ধরনের টানাপোড়েন। অনেকে তাদের বিরহের দায় রুক্মিণীর কাঁধেই চাপাতে শুরু করেন। এর ফলে অভিনেত্রী বিষণ্ণতার সঙ্গেই মুখোমুখি হন।

কিন্তু এসবের মধ্যেই দেব স্পষ্ট করে দিয়েছেন, ‘ধূমকেতু’র সফল মুক্তির পেছনে রুক্মিণীরও অবদান রয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে দেব জানান, “কে ব্যক্তিগত আক্রমণ করছে, তা আমার গায়ে লাগে না। তবে প্রত্যেকের অবদান থাকা উচিত সম্মান করা। রুক্মিণী আমার সঙ্গে রিলও বানিয়েছেন ছবির প্রচারের জন্য, তার সঙ্গেও রয়েছে সহযোগিতা।” এই মন্তব্য যেন কটাক্ষের ঝড়ে সামান্য হলেও প্রশান্তি এনে দিল।

তবে শুধু রুক্মিণীই নন, ‘ধূমকেতু’ ছবির সফল প্রচারণায় অবদান রেখেছেন টলিপাড়ার আরেক নামি পরিচালক রাজ চক্রবর্তীও, যিনি একইভাবে কটাক্ষের মুখে পড়েছিলেন। দেব আরও বলেন, “শুভশ্রীর সুখী জীবনের কারণ স্পষ্ট, পরিবার ও ভালোবাসার সমর্থন ছাড়া তা সম্ভব নয়।” এখানে দেব স্পষ্ট করে দিয়েছেন, শুভশ্রী ভালো আছেন, তার সঙ্গে সম্পর্ক এখন সম্পূর্ণ অন্য মাত্রায়।

উল্লেখ্য, ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ অগাস্ট। এই ছবিতে দেব ও শুভশ্রীর শেষ জুটি হিসেবে টলিপাড়ায় নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। ছবির মুক্তি উপলক্ষে সকলের মনোযোগ এখন একটাই—দশ বছর পর ‘ধূমকেতু’ কতটা সফল হবে, সেটাই দেখার।

Piya Chanda