জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুধুমাত্র জনপ্রিয় বলা ভুল, এই ধারাবাহিক জি বাংলার টপ হিট সিরিয়ালের মধ্যে একটি। ধারাবাহিকের প্রত্যেকটি পর্বে জমজমাট মোড় ঘোরানো প্লট আকর্ষণ করছে প্রত্যেক দর্শক কে। ফুলকি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, শালিনীকে ঘোল খাইয়ে সমস্ত সত্যি বার করে নিল ফুলকি।
ফুলকি আজকের পর্ব ৮ ফেব্রুয়ারি (Phulki Today Episode 8th February)
জি বাংলার ধারাবাহিক ফুলকির আজকের পর্বে দেখা যাবে, কিভাবে শালিনীকে দিয়ে সমস্ত সত্যি বার করে নিচ্ছে ফুলকি। রোহিতের বিরুদ্ধে প্ল্যান কষে তাঁকে জেলে পাঠিয়েছে শালিনী। কিন্তু এসব দেখে ফুলকি তো চুপ করে বসে থাকার পাত্রী নয়। সে যেভাবেই হোক না কেন, শালিনীর পেট থেকে সমস্ত সত্যি বের করতই।

ফুলকি শালিনীকে মাংসাশী মাছের ভয় দেখিয়ে পুলিশের সামনে হাজির করে। পান্ডে জি হাজির হলে, শালিনী প্রথমে সত্যি স্বীকার করতে চায়না। কিন্তু ফুলকি শালিনীর কানে কানে বলে, শালিনী যদি সত্যি কথা স্বীকার না করে তাহলে শালিনীকে ধাক্কা মেরে ওই জলের মধ্যে ফেলে দেবে। সেই ভয়ে শালিনী সমস্ত কথা স্বীকার করে নেয়।
এদিকে, ফুলকির জন্য বাড়িতে জমজমাট পার্টির আয়োজন করছে সবাই। তাই তমাল চলে যায় আইসক্রিম আনতে। ঠিক এমন সময় জানা যায় বাইরে থেকে ডাক্তার সুপ্রামোনিয়াম আসছেন। তিনি বলেছেন ফুলকির চোখ একেবারে ঠিক হয়ে যাবে। আর সেই কথা শুনে খুব খুশি হয় রোহিত।
আরও পড়ুনঃ জীবন নরক বানানোর পরেও শৌর্য্য নয় অনির্বানকেই ভালোবাসে রাই! কী হবে রাইয়ের পরিণতি?
এদিকে, শালিনী চলে গেছে রুদ্রের কাছে। আর গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। রুদ্র সব শুনে বলে, “আমি তো জানতাম শালিনী ম্যাডামের অনেক বুদ্ধি। কিন্তু এখন তো দেখছি শালিনী ফুলকির কাছে হেরে গেল!” উত্তরে শালিনী বলে, সে ফেঁসে গেলে রুদ্রর কথাও বলে দেবে। এমন সময় রুদ্র প্ল্যান করতে থাকে, কিভাবে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ফুলকির চোখ একেবারে নষ্ট করে দেওয়া যায়।